Ajker Patrika

স্বপ্নের আউটলেট এবার দিনাজপুরে

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১১: ২৬
স্বপ্নের আউটলেট এবার দিনাজপুরে

রিটেইল চেইন শপ স্বপ্ন প্রথম আউটলেট চালু করেছে দিনাজপুরে। 

সম্প্রতি শহরের ডায়াবেটিস মোড়ে এই আউটলেটের উদ্বোধন করা হয়। 

দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকশি, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি সামশেদ আলী চৌধুরী, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক আলহাজ্ব সৈয়দ সাগির আহম্মেদ, স্বপ্নের জোনাল ম্যানেজার অব অপারেশন মো. শাহ নেওয়াজ মজুমদার রনি, ডিসট্রিক্ট ম্যানেজার মো. শাহিনূর আলম সেখানে ছিলেন। 

স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন’ এখন দেশের ৪৩টি জেলায়। দিনাজপুরের ডায়াবেটিস মোড়ে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকেরা স্বপ্নের এই আউটলেট থেকে নিয়মিত বাজারের সুযোগ পাবেন।’

স্বপ্নের অপারেশন্স ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত