Ajker Patrika

বাংলালিংককে ১ হাজার ২০০ কোটি টাকার সিন্ডিকেশন ঋণ দেবে ইস্টার্ন ব্যাংক

বাংলালিংককে ১ হাজার ২০০ কোটি টাকার সিন্ডিকেশন ঋণ দেবে ইস্টার্ন ব্যাংক

বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) লিড ব্যাংক হিসেবে টেলিকম অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের জন্য ১ হাজার ২০০ কোটি টাকার সিন্ডিকেট মেয়াদি ঋণসুবিধার বন্দোবস্ত করেছে। সিন্ডিকেশন চুক্তিতে অংশগ্রহণ করে দেশের প্রথম সারির ১৭টি ব্যাংক। 

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ উপলক্ষে রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে গতকাল মঙ্গলবার এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলালিংক এই ঋণের অর্থ তাদের মূলধনী খরচ মেটাতে, স্পেকট্রাম অধিগ্রহণ এবং ৪-জি নেটওয়ার্কের আধুনিকীকরণে ব্যয় করবে। 
 
বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক আস অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বলেন, ‘আমরা এই যে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে যাচ্ছি, তা বাংলাদেশের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারেরই আরও একটি প্রমাণ। আমাদের ভবিষ্যৎ উন্নতিতে দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোকে সঙ্গে পেয়ে আমরা আনন্দিত। আমার দৃঢ় বিশ্বাস, নেটওয়ার্ক সম্প্রসারণ দুই অঙ্কের প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনকে আরও ত্বরান্বিত এবং বাংলাদেশের ডিজিটাল উন্নয়নে আমাদের আরও বেশি সুসজ্জিত করবে।’ 

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এ প্রসঙ্গে বলেন, ‘দেশে ডিজিটাল সমাধানের উন্নয়নে অর্থায়ন ও সহযোগিতায় ইবিএল অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নির্দিষ্ট সময়ে সিন্ডিকেট চুক্তিটি সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য আমি অংশগ্রহণকারী সব ঋণদাতাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।’ 

আলী রেজা ইফতেখার আরও বলেন, ‘এই সিন্ডিকেট ঋণ বাংলালিংকের ক্রেডিট প্রাপ্তির যোগ্যতা এবং আর্থিক কমিউনিটিতে প্রতিষ্ঠানটির বিদ্যমান সুনামকেই প্রতিষ্ঠিত করেছে। আমি আশা করি ভবিষ্যতে বাংলালিংকের লাভজনক প্রবৃদ্ধিতে এই ঋণচুক্তি বিশেষভাবে সহায়ক হবে।’ 

অন্যান্য অংশগ্রহণকারী ব্যাংক হলো—ব্র্যাক ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, দ্য সিটি ব্যাংক লিমিটেড, কমার্শিয়াল ব্যাংক অব সিলোন পিএলসি, ঢাকা ব্যাংক লিমিটেড, ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড, হাবিব ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, মেঘনা ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত