নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনার সংক্রমণ কমার পর সরকারি-বেসরকারি সব অফিস যখন স্বাভাবিক নিয়মে চলছে, তখন হোম অফিসে যাচ্ছে একের পর এক ই-কমার্স প্রতিষ্ঠান। প্রতারণার শিকার গ্রাহকদের বিক্ষোভের মুখে গত ১২ আগস্ট বন্ধ হয়ে যায় ই-অরেঞ্জের অফিস। আর ১৬ সেপ্টেম্বর ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) শামীমা নাসরিন গ্রেপ্তার হওয়ার পর হোম অফিসের ঘোষণা দেয় ইভ্যালি।
এর পরপরই আরও কিছু প্রতিষ্ঠান তাদের মূল অফিস বন্ধ করে দিয়েছে। এর মধ্যে কিউকম ডট কম গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে নোটিশ দিয়ে তাদের অফিস বন্ধের কথা জানায়। তবে কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহকদের কিছু না জানিয়েই অফিস বন্ধ করে দিয়েছে।
কিউকম বন্ধের নোটিশে বলা হয়, ‘আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কিউকমের সকল ফিজিক্যাল সাপোর্ট বন্ধ থাকবে এবং সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ হোম অফিসের মাধ্যমে সেবা প্রদান করবেন। তাই সকল সম্মানিত গ্রাহকদের কিউকমের অফিসে না আসার অনুরোধ করা হচ্ছে।’
অফিস বন্ধের কারণ জানতে কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রিপন মিয়া এবং প্রধান জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির নীরবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন বন্ধ পাওয়া গেছে। অন্যদিকে গতকাল মঙ্গলবার সকাল থেকেই দালাল প্লাসের অফিস বন্ধ পাওয়া যায়। তাঁদের কোনো কর্মকর্তার সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের অফিস এভাবে বন্ধ হওয়ায় হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকেরা। বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিক্ষোভও করছেন তাঁরা। এমন পরিস্থিতিতে ই-কমার্সের সাম্প্রতিক সমস্যার বিষয়গুলো পর্যালোচনা করতে সভায় বসতে যাচ্ছেন সরকারের চারজন মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে এই সভা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এই বৈঠকে অংশ নেবেন।
অন্যদিকে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতা আইনবিরোধী কোনো কার্যক্রম চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম। গতকাল মঙ্গলবার ই-কমার্স-বিষয়ক এক সভায় তিনি বলেন, ‘আমাদের আইনে এক কোটি টাকা পর্যন্ত জরিমানা করার বিধান আছে। কোনো ই-কমার্স প্রতিষ্ঠান যদি আইনবিরোধী কার্যক্রম চালায় তাহলে তাদের এক কোটি টাকা জরিমানা করা হবে।’
সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, ‘ভোক্তা অধিকার আইনে আমরা সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা করতে পারি। কোনো প্রতিষ্ঠান আইন ভঙ্গ করলে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার এখতিয়ার আমাদের আছে। সুতরাং আমরা সবাইকে বলব, আপনারা আইনবিরোধী কিছু করবেন না।’
করোনার সংক্রমণ কমার পর সরকারি-বেসরকারি সব অফিস যখন স্বাভাবিক নিয়মে চলছে, তখন হোম অফিসে যাচ্ছে একের পর এক ই-কমার্স প্রতিষ্ঠান। প্রতারণার শিকার গ্রাহকদের বিক্ষোভের মুখে গত ১২ আগস্ট বন্ধ হয়ে যায় ই-অরেঞ্জের অফিস। আর ১৬ সেপ্টেম্বর ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) শামীমা নাসরিন গ্রেপ্তার হওয়ার পর হোম অফিসের ঘোষণা দেয় ইভ্যালি।
এর পরপরই আরও কিছু প্রতিষ্ঠান তাদের মূল অফিস বন্ধ করে দিয়েছে। এর মধ্যে কিউকম ডট কম গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে নোটিশ দিয়ে তাদের অফিস বন্ধের কথা জানায়। তবে কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহকদের কিছু না জানিয়েই অফিস বন্ধ করে দিয়েছে।
কিউকম বন্ধের নোটিশে বলা হয়, ‘আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কিউকমের সকল ফিজিক্যাল সাপোর্ট বন্ধ থাকবে এবং সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ হোম অফিসের মাধ্যমে সেবা প্রদান করবেন। তাই সকল সম্মানিত গ্রাহকদের কিউকমের অফিসে না আসার অনুরোধ করা হচ্ছে।’
অফিস বন্ধের কারণ জানতে কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রিপন মিয়া এবং প্রধান জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির নীরবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন বন্ধ পাওয়া গেছে। অন্যদিকে গতকাল মঙ্গলবার সকাল থেকেই দালাল প্লাসের অফিস বন্ধ পাওয়া যায়। তাঁদের কোনো কর্মকর্তার সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের অফিস এভাবে বন্ধ হওয়ায় হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকেরা। বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিক্ষোভও করছেন তাঁরা। এমন পরিস্থিতিতে ই-কমার্সের সাম্প্রতিক সমস্যার বিষয়গুলো পর্যালোচনা করতে সভায় বসতে যাচ্ছেন সরকারের চারজন মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে এই সভা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এই বৈঠকে অংশ নেবেন।
অন্যদিকে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতা আইনবিরোধী কোনো কার্যক্রম চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম। গতকাল মঙ্গলবার ই-কমার্স-বিষয়ক এক সভায় তিনি বলেন, ‘আমাদের আইনে এক কোটি টাকা পর্যন্ত জরিমানা করার বিধান আছে। কোনো ই-কমার্স প্রতিষ্ঠান যদি আইনবিরোধী কার্যক্রম চালায় তাহলে তাদের এক কোটি টাকা জরিমানা করা হবে।’
সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, ‘ভোক্তা অধিকার আইনে আমরা সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা করতে পারি। কোনো প্রতিষ্ঠান আইন ভঙ্গ করলে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার এখতিয়ার আমাদের আছে। সুতরাং আমরা সবাইকে বলব, আপনারা আইনবিরোধী কিছু করবেন না।’
ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ শনিবার সংসদে ২০২৫–২৬ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এই বাজেটে বিভিন্ন খাতে উল্লেখযোগ্য বরাদ্দ ও নীতিগত পরিবর্তন ঘোষণা করা হয়েছে। এবার বাজেটের উল্লেখ্যযোগ্য একটি অংশ হলো আয়কর বিল। আগামী সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল। বাজেট বক্তৃতায়...
২ ঘণ্টা আগেকাগুজে ও ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ঋণের নামে নেওয়া হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এস আলম গ্রুপ। পাচারের এই অর্থ ফেরাতে তোড়জোড় শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক।) দুদকের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএ
১২ ঘণ্টা আগেপশ্চিমের বলয় থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় বিকল্প অর্থনৈতিক জোট হিসেবে ব্রিকসের জন্ম। এই জোটের সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। সাম্প্রতিক সময়ে মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে।
১৯ ঘণ্টা আগেগার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড দেশের একটি সুপরিচিত বিমা প্রতিষ্ঠান, সম্প্রতি বিমা কার্যক্রম পরিচালনায় নিয়ম লঙ্ঘনের জন্য সমালোচিত হয়েছে। প্রায় চার বছর ধরে সিইও (মুখ্য নির্বাহী কর্মকর্তা) ছাড়া প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০২১ সালের জানুয়ারি মাস থেকে সিইও পদটি শূন্য, যা বিমা আইন..
২ দিন আগে