বিজ্ঞপ্তি
রাজধানীর আলোকি কনভেনশন হলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি-২০২৫, যেখানে দেশীয় ফ্যাশনের ঐতিহ্য, উদ্ভাবন ও টেকসই উৎপাদনের প্রতি গুরুত্বারোপ করা হয়। এই জমকালো আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অংশ নেয় এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এই অনুষ্ঠানে এপেক্স তাদের নতুন ঈদ কালেকশন-২০২৫-এর উন্মোচন করে।
সন্ধ্যা সাড়ে ৬টায় রেড কার্পেট সেশন শেষে রাত সাড়ে ৭টায় মূল ফ্যাশন শো শুরু হয়। এতে এপেক্স ছাড়াও বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এজি, লেবেল ইমাম হাসান, ফিট এলিগ্যান্স, পিঙ্কি প্রমিস বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন অংশ নেয়। এপেক্সের জন্য শো-স্টপার ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি।
প্রতিবছরের মতো এবারও এপেক্স নতুন ডিজাইন ও স্টাইলের জুতা বাজারে এনেছে। তাদের বিভিন্ন সাব-ব্র্যান্ড; যেমন মুচি, ভেনচুরিনি ও ম্যাভেরিকের নতুন ডিজাইনের জুতা এই ফ্যাশন শোতে প্রদর্শিত হয়।
নারীদের জন্য থাকছে রোজকার ব্যবহারের জন্য আরামদায়ক জুতা এবং পার্টির জন্য স্টাইলিশ হিল ও মিউল স্যান্ডেল। অন্যদিকে, পুরুষদের জন্য থাকছে চামড়ার স্যান্ডেল, ক্ল্যাসিক লেদার ফরমাল ও ক্যাজুয়াল জুতার নতুন ডিজাইন।
এ ছাড়া এবারের ঈদে ম্যাভেরিক ব্র্যান্ডের অধীনে ছেলেদের জন্য শার্ট, টি-শার্ট, প্যান্ট ও জ্যাকেটের নতুন লাইনও উন্মোচন করা হয়েছে।
ফ্যাশন শোর পাশাপাশি দেশের শীর্ষ মডেলদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির সহপ্রতিষ্ঠাতা আশিকুর রহমান পনি। এপেক্স এই আয়োজনের প্রধান স্পন্সর এবং কো-হোস্ট ছিল ডেইলি স্টার।
এ ছাড়া বার্জার ছিল লিগ্যাসি পার্টনার, মিতসুবিশি কো-পার্টনার এবং লেসার ট্রিট সহযোগী পার্টনার হিসেবে যুক্ত ছিল। স্ট্র্যাটেজিক পার্টনার ছিল জেনিথ স্ট্র্যাটেজিস এবং মেকআপ পার্টনার ছিল অরা বিউটি লাউঞ্জ।
রাজধানীর আলোকি কনভেনশন হলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি-২০২৫, যেখানে দেশীয় ফ্যাশনের ঐতিহ্য, উদ্ভাবন ও টেকসই উৎপাদনের প্রতি গুরুত্বারোপ করা হয়। এই জমকালো আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অংশ নেয় এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এই অনুষ্ঠানে এপেক্স তাদের নতুন ঈদ কালেকশন-২০২৫-এর উন্মোচন করে।
সন্ধ্যা সাড়ে ৬টায় রেড কার্পেট সেশন শেষে রাত সাড়ে ৭টায় মূল ফ্যাশন শো শুরু হয়। এতে এপেক্স ছাড়াও বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এজি, লেবেল ইমাম হাসান, ফিট এলিগ্যান্স, পিঙ্কি প্রমিস বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন অংশ নেয়। এপেক্সের জন্য শো-স্টপার ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি।
প্রতিবছরের মতো এবারও এপেক্স নতুন ডিজাইন ও স্টাইলের জুতা বাজারে এনেছে। তাদের বিভিন্ন সাব-ব্র্যান্ড; যেমন মুচি, ভেনচুরিনি ও ম্যাভেরিকের নতুন ডিজাইনের জুতা এই ফ্যাশন শোতে প্রদর্শিত হয়।
নারীদের জন্য থাকছে রোজকার ব্যবহারের জন্য আরামদায়ক জুতা এবং পার্টির জন্য স্টাইলিশ হিল ও মিউল স্যান্ডেল। অন্যদিকে, পুরুষদের জন্য থাকছে চামড়ার স্যান্ডেল, ক্ল্যাসিক লেদার ফরমাল ও ক্যাজুয়াল জুতার নতুন ডিজাইন।
এ ছাড়া এবারের ঈদে ম্যাভেরিক ব্র্যান্ডের অধীনে ছেলেদের জন্য শার্ট, টি-শার্ট, প্যান্ট ও জ্যাকেটের নতুন লাইনও উন্মোচন করা হয়েছে।
ফ্যাশন শোর পাশাপাশি দেশের শীর্ষ মডেলদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির সহপ্রতিষ্ঠাতা আশিকুর রহমান পনি। এপেক্স এই আয়োজনের প্রধান স্পন্সর এবং কো-হোস্ট ছিল ডেইলি স্টার।
এ ছাড়া বার্জার ছিল লিগ্যাসি পার্টনার, মিতসুবিশি কো-পার্টনার এবং লেসার ট্রিট সহযোগী পার্টনার হিসেবে যুক্ত ছিল। স্ট্র্যাটেজিক পার্টনার ছিল জেনিথ স্ট্র্যাটেজিস এবং মেকআপ পার্টনার ছিল অরা বিউটি লাউঞ্জ।
বাংলামোটর দেশের টাইলস বাজারের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। পরপর ছয়বার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ ও ‘সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ জয়ী আকিজ সিরামিকস সব সময়ই ‘Promise of Perfection’-এর অঙ্গীকারে নতুনত্ব ও গুণগত মান বজায় রেখে বাজারে শ্রেষ্ঠ টাইলস সরবরাহ করে আসছে।
৭ ঘণ্টা আগেআমেরিকার বাজারে তৈরি পোশাক রপ্তানিতে ৩৭ শতাংশ শুল্ক পুরোপুরি প্রত্যাহার না হলে বাংলাদেশের প্রধান রপ্তানি খাতকে প্রতি মাসে গড়ে ২৫০ মিলিয়ন ডলার শুল্ক পরিশোধ করতে হবে। এতে প্রায় ১ হাজার কারখানা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই শুল্ক প্রত্যাহারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা
৯ ঘণ্টা আগেদেশের গুরুত্বপূর্ণ দু’টি গ্যাসক্ষেত্র তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রে গ্যাসের মজুদের উপস্থিতি নিশ্চিত করতে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের বৃহৎ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার একটি প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড
৯ ঘণ্টা আগেভারত হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশ দ্রুত বিমানের কার্গো অবকাঠামো বৃদ্ধি করছে। গুরুত্বপূর্ণ পণ্য, বিশেষ করে তৈরি পোশাকের নিরবচ্ছিন্ন রপ্তানি নিশ্চিত করতে সক্ষমতা বৃদ্ধি, জনবল নিয়োগ ও পরিবহন খরচ কমানোর জন্য জরুরি পদক্ষেপ নিচ্ছে সরকার।
৯ ঘণ্টা আগে