Ajker Patrika

দেশে অ্যাসুরেন্স কার্ড আনল স্ট্যান্ডার্ড চার্টার্ড

দেশে অ্যাসুরেন্স কার্ড আনল স্ট্যান্ডার্ড চার্টার্ড

মেটলাইফ এবং মাস্টারকার্ডের সহযোগিতায় দেশের প্রথম অ্যাসুরেন্স কার্ড চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকেরা দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি ইন্স্যুরেন্স সুবিধাও উপভোগ করতে পারবেন। স্ট্যান্ডার্ড চার্টার্ডের মাধ্যমে কার্ডহোল্ডাররা ইন্স্যুরেন্স প্রিমিয়াম ছাড়াই মেটলাইফের হেলথ ও লাইফ ইন্স্যুরেন্স প্ল্যানের বিভিন্ন সুবিধা পাবেন। 

প্রথম বছরে কোনো ধরনের বার্ষিক ফি ছাড়াই অ্যাসুরেন্স কার্ডটি ব্যবহার করা যাবে। কার্ডহোল্ডাররা চিকিৎসা ও স্বাস্থ্যসেবার পাশাপাশি মৃত্যু ও অন্যান্য স্বাস্থ্য জটিলতায় পাঁচ লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কভারেজ পাবেন। এ ছাড়া, হাসপাতালে থাকার ক্ষেত্রে দৈনিক তিন হাজার টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কভারেজ দেবে কার্ডটি। দেশব্যাপী নির্দিষ্ট কিছু স্বাস্থ্যকেন্দ্রে এই কার্ডটি ব্যবহার করে শতকরা ৩৫ ভাগ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আরও থাকছে বিনা মূল্যে প্রায়োরিটি পাস, বিমানবন্দর লাউঞ্জ এবং বিভিন্ন রেস্তোরাঁয় ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারসহ বিভিন্ন সুবিধা। 

এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড সর্বদা ক্লায়েন্টদের জীবনমান উন্নত করতে এবং ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করে। এই অ্যাসুরেন্স কার্ডটি ব্যবহার করে ক্লায়েন্টরা ডিজিটাল লেনদেনের মাধ্যমে চিকিৎসক দেখানো, হাসপাতালের খরচ, জীবন বিমা সুবিধা পাবেন এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন।’ 

মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমেদ বলেন, ‘উদ্ভাবনী ক্রেডিট কার্ডটি চালু করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং মাস্টারকার্ডের সহযোগিতা পেয়ে আমরা আনন্দিত। মেটলাইফের বিশ্বমানের ইন্স্যুরেন্স সুরক্ষা কার্ডহোল্ডারদের বিভিন্ন ক্ষেত্রে দুশ্চিন্তামুক্ত থাকতে সাহায্য করবে, আত্মবিশ্বাস জোগাবে এবং একই সঙ্গে দৈনন্দিন বিভিন্ন সুবিধা উপভোগের সুযোগ দেবে।’ 

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং মেটলাইফ অ্যাসুরেন্স ক্রেডিট কার্ড চালুর মাধ্যমে কার্ডহোল্ডারদের জন্য সেরা সুবিধা নিশ্চিতের মাস্টারকার্ডের প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে। কার্ডে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে কার্ডহোল্ডারদের জন্য বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত