গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রাম ও কাশিয়ানী উপজেলা হেলথ কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ চিকিৎসকেরা এ সেবা দেন।
বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এদিন সকাল ৯টা-১টা পর্যন্ত কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএসএমএমইউ'র উপাচার্যের গ্রামের বাড়িতে মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
চক্ষুরোগ বিশেষজ্ঞ বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ রোগী দেখে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ৭৭৮ জন রোগী বিভিন্ন বিভাগ থেকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনা মূল্যে ওষুধ পেয়েছেন। এ সেবা পেয়ে রোগী ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
উপাচার্য শারফুদ্দিন আহমেদ এমবিবিএস পাশ করার পর থেকেই বিভিন্ন সময়ে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আসছেন ও নিজে গ্রামে রোগী দেখছেন।
এ সময় উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে এ হেলথ কমপ্লেক্সে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় সেখানকার কর্মকর্তারা হেলথ কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়নের বিষয়ে তাঁকে জানান। একসঙ্গে কর্মকর্তারা চিকিৎসা সেবার মানোন্নয়নে প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
পরে উপাচার্য দেশের চলমান ডেঙ্গুর ভয়াবহতা, প্রাদুর্ভাব ও প্রতিরোধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান, কাশিয়ানীর সাংবাদিক ও হাসপাতালের সকল শ্রেণির কর্মকর্তা কর্মচারীদের দিক নির্দেশনামূলক মত বিনিময় সভা করেন।
উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেন, কাশিয়ানীর হেলথ কমপ্লেক্সের মতো সেন্টারগুলো ৩০ শয্যা ছিল। প্রধানমন্ত্রী সেসবকে ১০০ শয্যায় উন্নীত করেছেন। কমিউনিটি হেলথ কমপ্লেক্স থেকে ডায়াবেটিস রোগের ওষুধ মেড ফরমিন ও ইনসুলিও গরিব রোগীদের মধ্যে বিনা মূল্যে দেওয়া হচ্ছে। মাতৃত্বকালীন ছুটি তিন মাস থেকে ছয় মাস তিনিই বৃদ্ধি করেছেন। মাতৃত্বকালীন ভাতাও দিচ্ছেন তিনি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে তুলে আনার জন্য নানান উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনকালে চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাফিসা ইসলাম, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, বিএসএমএমইউ এর আরপি সহকারী অধ্যাপক ডা. তৌফিক আহমেদ পিটু, উপরেজিস্ট্রার ডা. মুহাম্মদ মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহামুদুল হাসান, কাশিয়ানী সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, সাবেক চেয়ারম্যান কুদ্দুসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রাম ও কাশিয়ানী উপজেলা হেলথ কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ চিকিৎসকেরা এ সেবা দেন।
বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এদিন সকাল ৯টা-১টা পর্যন্ত কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএসএমএমইউ'র উপাচার্যের গ্রামের বাড়িতে মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
চক্ষুরোগ বিশেষজ্ঞ বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ রোগী দেখে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ৭৭৮ জন রোগী বিভিন্ন বিভাগ থেকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনা মূল্যে ওষুধ পেয়েছেন। এ সেবা পেয়ে রোগী ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
উপাচার্য শারফুদ্দিন আহমেদ এমবিবিএস পাশ করার পর থেকেই বিভিন্ন সময়ে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আসছেন ও নিজে গ্রামে রোগী দেখছেন।
এ সময় উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে এ হেলথ কমপ্লেক্সে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় সেখানকার কর্মকর্তারা হেলথ কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়নের বিষয়ে তাঁকে জানান। একসঙ্গে কর্মকর্তারা চিকিৎসা সেবার মানোন্নয়নে প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
পরে উপাচার্য দেশের চলমান ডেঙ্গুর ভয়াবহতা, প্রাদুর্ভাব ও প্রতিরোধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান, কাশিয়ানীর সাংবাদিক ও হাসপাতালের সকল শ্রেণির কর্মকর্তা কর্মচারীদের দিক নির্দেশনামূলক মত বিনিময় সভা করেন।
উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেন, কাশিয়ানীর হেলথ কমপ্লেক্সের মতো সেন্টারগুলো ৩০ শয্যা ছিল। প্রধানমন্ত্রী সেসবকে ১০০ শয্যায় উন্নীত করেছেন। কমিউনিটি হেলথ কমপ্লেক্স থেকে ডায়াবেটিস রোগের ওষুধ মেড ফরমিন ও ইনসুলিও গরিব রোগীদের মধ্যে বিনা মূল্যে দেওয়া হচ্ছে। মাতৃত্বকালীন ছুটি তিন মাস থেকে ছয় মাস তিনিই বৃদ্ধি করেছেন। মাতৃত্বকালীন ভাতাও দিচ্ছেন তিনি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে তুলে আনার জন্য নানান উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনকালে চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাফিসা ইসলাম, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, বিএসএমএমইউ এর আরপি সহকারী অধ্যাপক ডা. তৌফিক আহমেদ পিটু, উপরেজিস্ট্রার ডা. মুহাম্মদ মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহামুদুল হাসান, কাশিয়ানী সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, সাবেক চেয়ারম্যান কুদ্দুসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকার তিনটি সিদ্ধান্ত ট্রান্সশিপমেন্ট সুবিধার বর্তমান অবস্থার জন্য দায়ী হতে পারে। প্রথমত, সম্প্রতি বাংলাদেশ খরচের পার্থক্যের কারণ দেখিয়ে ভারত থেকে সুতা আমদানির ক্ষেত্রে স্থলবন্দর ব্যবহার বন্ধ করে দিয়েছে। এ পদক্ষেপের ফলে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের মধ্যে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।
৯ মিনিট আগেপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির চার বছরের আর্থিক প্রতিবেদন ও অন্যান্য বিষয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের বিকল্প রপ্তানি বাজার খুঁজতে হবে বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) চেয়ারম্যান ও অর্থনীতিবিদ রেহমান সোবহান। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রধান লক্ষ্যবস্তু চীন। তাদের মধ্যকার সম্পর্ক কেমন হবে, তা এখনো নির্ধারিত হয়নি।
২ ঘণ্টা আগেআইএমএফের প্রতিনিধিদল ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ে কোনো সমঝোতা ছাড়াই বাংলাদেশ মিশন শেষ করেছে। প্রাথমিকভাবে কিস্তি ছাড় না হলেও প্রয়োজনীয় শর্ত পূরণে অগ্রগতি হলে জুনের শেষদিকে অর্থ ছাড়ের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। মূল্যস্ফীতি, কর সংস্কার ও বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার মতো বিষয়ে সংস্কারের
২ ঘণ্টা আগে