Ajker Patrika

কপিশপের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘কপিকলরব’

আপডেট : ১২ জুন ২০২২, ১৬: ২০
কপিশপের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘কপিকলরব’

কপিরাইটার হলেন বিশাল বিজ্ঞাপন জগতের অযুত সৃজনশীল কর্মকাণ্ডে নিয়োজিত অনেকের ভিড়ে অনন্য একজন। শব্দ আর কথা দিয়ে তাঁরা মানুষের অভ্যাস, পছন্দ এমনকি দৃষ্টিভঙ্গিও বদলে দিতে পারেন। পাশাপাশি এসব শব্দ আর কথাকে যাঁরা ডিজাইন ও ছবিতে তুলে ধরেন, অর্থাৎ ভিজুয়ালাইজ করেন তাঁদের নিয়ে সম্প্রতি কপিশপের আয়োজনে অনুষ্ঠিত হলো কপিকলরব চতুর্থ পর্ব। 

‘কপি + আর্ট: দি আইডিয়াল পেয়ার’ শিরোনামের এই আসরে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেন দেশের অন্যতম বিজ্ঞাপনী সংস্থা ক্যারট কমিউনিকেশনসের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর সাইফুল আজম চৌধুরী মুকুল। যেকোনো সফল কমিউনিকেশনের জন্য কপিরাইটিংয়ের সঙ্গে আর্টের যে আন্তনির্ভরশীলতা, বক্তা ও অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত আলোচনায় তা উঠে আসে। 

বনানীর বৈঠক ক্যাফেতে নতুন ও পুরোনো মিলিয়ে প্রায় ২৫ জন শিল্পী, লেখক, উদ্যোক্তা ও পেশাজীবীর অংশগ্রহণে কপিরাইটিং, আর্ট ডিরেকশন ও বিজ্ঞাপনের নানা দিক নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীদের সবাই এমন অভিনব আয়োজন আরও বেশি বেশি করার আহ্বান জানান। 

কপিশপের উদ্যোক্তা মুশফিকুর রহমান পাভেল বলেন, কপিরাইটার, বিজ্ঞাপনসহ অন্যান্য সৃজনশীল পেশার দক্ষতা উন্নয়নের জন্য একটি প্রাতিষ্ঠানিক ক্ষেত্র তৈরি করাই কপিশপের মূল উদ্দেশ্য। কিছু সমমনা বন্ধু-সহকর্মীদের নিয়ে আপাতত কপিকলরব অনিয়মিতভাবে করলেও, ভবিষ্যতে নিয়মিত আয়োজন করতে চান বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত