Ajker Patrika

ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকেরা পাবেন লেজার ট্রিটের বিশেষ সুবিধা 

ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকেরা পাবেন লেজার ট্রিটের বিশেষ সুবিধা 

ব্র্যাক ব্যাংক সম্প্রতি লেজার ট্রিটের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকেরা বিখ্যাত সৌন্দর্য বর্ধন ও কসমেটিক সার্জারি ক্লিনিক লেজার ট্রিট থেকে বিশেষ সুযোগ-সুবিধা এবং ডিসকাউন্ট উপভোগ করবেন। 

ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং লেজার ট্রিটের চিফ কনসালট্যান্ট অ্যান্ড সিইও ডা. সরকার মাহবুব আহমেদ শামীম গত ১১ আগস্ট ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এই চুক্তির অধীনে লেজার ট্রিট ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং ডেবিট কার্ড, ইনফিনিট কার্ড, সিগনেচার কার্ড, প্লাটিনাম ক্রেডিট কার্ড, ‘তারা’ কার্ডহোল্ডার এবং ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাদের সকল সেবার ওপর ১৫ শতাংশ ডিসকাউন্ট প্রদান করবে। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের অন্যান্য কার্ডের গ্রাহকদের জন্য আছে সকল সেবার ওপর ১০ শতাংশ ছাড়। এই সেবাটি লেজার ট্রিটের গুলশান, বনানী এবং উত্তরা আউটলেটে পাওয়া যাবে। এই ডিসকাউন্ট বোটক্স, ফিলার এবং কুল স্কাল্পটিং ছাড়া সব সেবাই পাওয়া যাবে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ঢাকা সাউথের সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন, হেড অব প্রিমিয়াম ব্যাংকিং আবু সায়েম আনসারী এবং সেন্টার ম্যানেজার, প্রিমিয়াম ব্যাংকিং সোনিয়া সরকার এবং লেজার ট্রিটের ডিজিএম অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মো. দাউদ হোসেন ও মিডিয়া ম্যানেজার মো. আরনীল হাসান রাব্বি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত