Ajker Patrika

বিএসইসির নতুন কমিশনার মো. সাইফুদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৮: ২৪
মো. সাইফুদ্দিন। ছবি: সংগৃহীত
মো. সাইফুদ্দিন। ছবি: সংগৃহীত

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হলেন আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুদ্দিন। আগামী চার বছরের জন্য তাঁকে নিয়োগ দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান।

আদেশে বলা হয়, মো. সাইফুদ্দিন, সিএফএ–কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম বা সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩–এর ধারা ৫(২) মোতাবেক তাঁর যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর মেয়াদে বিএসইসির কমিশনার পদে নিয়োগ দেওয়া হলো। তাঁর বেতন-ভাতা ও অন্য সুবিধাগুলো সরকারের সঙ্গে সম্পন্ন করা চুক্তি দ্বারা নির্ধারিত হবে বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে মো. সাইফুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমিও জানতে পেরেছি, তবে এখনো চিঠি হাতে পৌঁছেনি। সরকারের আদেশ অনুযায়ী ফর্মালিটিজ পূরণ হয়ে গেলে অফিশিয়ালি এ বিষয়ে কথা বলা যাবে।’

আর্থিক খাতে ১৬ বছরের অধিক সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে মো. সাইফুদ্দিনের। ২০০৯ সালে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের এমডি হিসেবে দায়িত্ব নেন তিনি। ২০০১ সালে রিয়েল এস্টেট ফাইন্যান্স ইউনিটে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে আইডিএলসিতে যোগ দেন। বর্তমান পদে দায়িত্ব নেওয়ার আগে তিনি পারসোনাল ফাইন্যান্স ডিভিশনের ক্রেডিট ও কালেকশন বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

মো. সাইফুদ্দিন ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএস ডিগ্রি লাভ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত