Ajker Patrika

বিপণন কৌশল নিয়ে সাউথইস্ট ব্যাংকের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

বিপণন কৌশল নিয়ে সাউথইস্ট ব্যাংকের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি রিটেইল প্রোডাক্ট নলেজ, ক্রেডিট অ্যাসেসমেন্ট টুলস এবং বিপণন কৌশলের ওপর দিনব্যাপী এক বুনিয়াদি কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় ৫৯ জন অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার উপস্থিত ছিলেন। 

সাউথইস্ট ব্যাংক পিএলসি করপোরেট এবং এস এম ই ব্যাংকিংয়ের পাশাপাশি রিটেইল ব্যাংকিং সেবাতেও গুরুত্ব আরোপ করে আসছে। রিটেইল ব্যাংকিং ডিভিশন প্রতিবছরেই যুগোপযোগী বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে ব্যক্তি পর্যায়ের চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় রিটেইল ব্যাংকিং ডিভিশন হোম লোন, কার লোন, পারসোনাল লোন ও ডক্টরস লোনের মতো প্রোডাক্ট নিয়ে এসেছে। 

এ ছাড়া বিভিন্ন ক্যাম্পেইন আয়োজন করে গ্রাহকদের ব্যাংকের প্রতি আকৃষ্ট করতে কাজ করে যাচ্ছে। সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বিভিন্ন যুগোপযোগী নির্দেশনামূলক বক্তব্য দেন। 

অনুষ্ঠানে বক্তব্যে নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন রিটেইল ব্যাংকিং সেবাকে উত্তরোত্তর বৃদ্ধির জন্য গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সাউথইস্ট ব্যাংক পিএলসির প্রধান আর্থিক সূচকগুলো সুদৃঢ় রয়েছে এবং ক্রমান্বয়ে শক্তি শালী হচ্ছে। ব্যাংকের ব্যালেন্স শিটের আকার সমমানের প্রতিদ্বন্দ্বী ব্যাংকগুলোর মধ্যে ৫ ম, যা ৫০ হাজার ৯৮০ কোটি টাকা। রপ্তানি ও আমদানি বাণিজ্যে সমমানের ব্যাংকগুলোর মধ্যে ব্যাংকের অবস্থান যথাক্রমে ৩য় ও ৭ ম। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ প্রদানে সমমানের ব্যাংকগুলোর মধ্যে ৪র্থ ও শিল্প ঋণ প্রদানে ২ য়। ব্যাংকের ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদি এএ, স্বল্প মেয়াদে এস টি-২ যা ব্যাংকের স্থিতিশীলতার প্রমাণ। 

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, সায়মা বানু, ডিরেক্টর ট্রেইনিং, রিটেইল ব্যাংকিং ডিভিশনের হেড মো. আব্দুল কাদেরসহ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত