নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃহত্তর সিলেট অঞ্চলে বন্যার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নগদ টাকাসহ বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ পানিতে তলিয়ে যাচ্ছে। একে একে বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংকিং সেবাও। ব্যাংকাররা জানিয়েছেন, বন্যার পানি বাড়তে থাকায়, তাঁরা বাধ্য হয়ে এটিএমসহ শাখা পর্যায়ে ব্যাংকিং সেবা বন্ধ করতে বাধ্য হচ্ছেন।
বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন গতকাল শুক্রবার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমাদের ৫০টির মতো এটিএম বুথ বন্যার পানিতে ডুবে গেছে। এগুলোর বেশির ভাগই সুনামগঞ্জ ও সিলেটে।’ তিনি একটি ডুবন্ত এটিএম বুথের ছবি দিয়ে লেখেন, এটি ছাতকে তাঁদের ব্যাংকের একটি এটিএম বুথের ছবি।
এ বিষয়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আব্দুছ ছালাম আজাদ আজ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যায় ব্যাংকিং সেবা বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জের অবস্থা শোচনীয় পর্যায়ে চলে গেছে। আমাদের একজন মহাব্যবস্থাপক বিষয়টি দেখভাল করছেন। তিনি আমাদের হালনাগাদ প্রতিবেদন দিচ্ছেন। আমরা ব্যাংকিং সেবার স্বাভাবিক রাখার জন্য সব প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’
ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বিভিন্ন ব্যাংকের সামনে প্রচুর পানি। বিশ্বনাথ উপজেলায় আমাদের একটি শাখায় কোমর পরিমাণ পানি ঢুকে গেছে। গ্রাহকেরা ব্যাংকে আসতে পারেননি। আগামীকাল রোববার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলে ফেঞ্চুগঞ্জ ও বিশ্বনাথের শাখা বন্ধ রাখতে পারি। তবে আমরা আমাদের এটিএমগুলো আগেই সরিয়ে রেখেছি।’ তিনি জানান, বন্যাকবলিত কোনো কোনো স্থানে এটিএম সেবা বন্ধ রাখা হয়েছে।
আরও কয়েকটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে, তাঁরা পরিচয় গোপন রাখার শর্তে জানান, বন্যাকবলিত এলাকায় তাঁদের এটিএম বুথসহ সার্বিক ব্যাংকিং সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বৃহত্তর সিলেট অঞ্চলে বন্যার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নগদ টাকাসহ বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ পানিতে তলিয়ে যাচ্ছে। একে একে বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংকিং সেবাও। ব্যাংকাররা জানিয়েছেন, বন্যার পানি বাড়তে থাকায়, তাঁরা বাধ্য হয়ে এটিএমসহ শাখা পর্যায়ে ব্যাংকিং সেবা বন্ধ করতে বাধ্য হচ্ছেন।
বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন গতকাল শুক্রবার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমাদের ৫০টির মতো এটিএম বুথ বন্যার পানিতে ডুবে গেছে। এগুলোর বেশির ভাগই সুনামগঞ্জ ও সিলেটে।’ তিনি একটি ডুবন্ত এটিএম বুথের ছবি দিয়ে লেখেন, এটি ছাতকে তাঁদের ব্যাংকের একটি এটিএম বুথের ছবি।
এ বিষয়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আব্দুছ ছালাম আজাদ আজ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যায় ব্যাংকিং সেবা বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জের অবস্থা শোচনীয় পর্যায়ে চলে গেছে। আমাদের একজন মহাব্যবস্থাপক বিষয়টি দেখভাল করছেন। তিনি আমাদের হালনাগাদ প্রতিবেদন দিচ্ছেন। আমরা ব্যাংকিং সেবার স্বাভাবিক রাখার জন্য সব প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’
ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বিভিন্ন ব্যাংকের সামনে প্রচুর পানি। বিশ্বনাথ উপজেলায় আমাদের একটি শাখায় কোমর পরিমাণ পানি ঢুকে গেছে। গ্রাহকেরা ব্যাংকে আসতে পারেননি। আগামীকাল রোববার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলে ফেঞ্চুগঞ্জ ও বিশ্বনাথের শাখা বন্ধ রাখতে পারি। তবে আমরা আমাদের এটিএমগুলো আগেই সরিয়ে রেখেছি।’ তিনি জানান, বন্যাকবলিত কোনো কোনো স্থানে এটিএম সেবা বন্ধ রাখা হয়েছে।
আরও কয়েকটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে, তাঁরা পরিচয় গোপন রাখার শর্তে জানান, বন্যাকবলিত এলাকায় তাঁদের এটিএম বুথসহ সার্বিক ব্যাংকিং সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন সুমিত পোদ্দার। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগেজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪ প্রকল্প অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৪২৬ কোটি ১৭ লাখ
৩ ঘণ্টা আগেদেশের আমদানি সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অসংগতিপূর্ণ বা ত্রুটিপূর্ণ আমদানি বিলের বিপরীতে নির্ধারিত পণ্যের বিল পরিশোধ করতে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর ত্রুটিপূর্ণ আমদানি বিল গ্রহণে সংশ্লিষ্ট আমদানি পণ্যে কোনোরূপ পরিবর্তন করার সুযোগ থাকবে না। আর অসংগতি
৪ ঘণ্টা আগেমাত্র ১ মাস ১৯ দিনে ৫০০ কোটি ডলার বা ৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত মার্চ মাসে তাঁরা ৩২৯ কোটি ডলার বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। আর চলতি মাস এপ্রিলের প্রথম ১৯ দিনেই এসেছে ১৭১ কোটি ৮৭ লাখ ২০ হাজার ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)
৪ ঘণ্টা আগে