Ajker Patrika

সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবসায় পর্যালোচনা সভা গত মঙ্গলবার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ। 

পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান, ব্যাংকের এমডিএস ও ইনভেস্টমেন্ট উইংয়ের প্রধান মো. নাজমুস সায়াদাতসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। সভায় ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের সব শাখা ও আঞ্চলিক অফিসের কর্মকর্তারা। 

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ পরিবর্তিত পরিস্থিতিতে সঠিক তারল্য ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংককে গতিশীল করার বিষয়ে শাখা ব্যবস্থাপকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। 

নির্বিঘ্নে গ্রাহক সেবা দিতে সবাইকে আন্তরিক ও ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান আবদুল হান্নান খান। 

বিনিয়োগ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করে মো. নাজমুস সায়াদাত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ব্যাংককে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। 

রিকভারি ও ওভারডিও থেকে আদায় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এসএএমডির প্রধান মোহাম্মদ মিজানুল কবির। এ ছাড়া, সভায় শাখা ব্যবস্থাপকেরা নিজেদের মূল্যবান মতামত দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত