নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ইনস্যুরেন্স এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্সের শেয়ারদর লাগামহীনভাবে বাড়ছে। গত কয়েক দিনে কোম্পানি দুটির শেয়ারদর বেড়েছে প্রায় ৩০ শতাংশ। ‘কারসাজির’ মাধ্যমে দর বাড়ানো হয়েছে বলে মনে করছেন বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টরা। বিষয়টি খতিয়ে দেখছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিও।
গত বৃহস্পতিবার ইস্টার্ন ইনস্যুরেন্সের শেয়ারের দাম ছিল ৬৩ টাকা। গত ৩০ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৮ টাকা। ৬ কর্মদিবসে শেয়ারদর বেড়েছে ১৫ টাকা বা ৩১ শতাংশের মতো। তবে গতকাল রোববার শেয়ারদর কমেছে ১ টাকা ৪০ পয়সা।
এদিকে বৃহস্পতিবারে এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্সের শেয়ারদর ছিল ৬৮ টাকা। তার আগে ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৩ টাকা। অর্থাৎ ১৫ কর্মদিবসে শেয়ারদর বেড়েছে ১৫ টাকা বা ২৮ শতাংশের বেশি। তবে গতকাল দর কমেছে ৫ টাকা ৩০ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিগুলোকে শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে নোটিশ পাঠিয়েছিল। এর জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানান সংশ্লিষ্টরা।
শেয়ারদর বাড়ার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানির কর্মকর্তারা জানান, তাঁরা কোম্পানির শেয়ার কেনাবেচা করেন না। শেয়ারদর বাড়ার বিষয়ে কিছুই বলতে পারবেন না।
মাসুম জামান নামের এক বিনিয়োগকারী বলেন, বেশ কিছুদিন ধরে ইস্টার্ন এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজি করে দর বাড়ানো হচ্ছে। তা না হলে কয়েক দিনের মধ্যেই ১৫ টাকা পর্যন্ত দর বাড়ত না।
এ প্রসঙ্গে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, কোম্পানিগুলোর শেয়ারদর বাড়ার পেছনে কোনো অনিয়ম হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ইনস্যুরেন্স এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্সের শেয়ারদর লাগামহীনভাবে বাড়ছে। গত কয়েক দিনে কোম্পানি দুটির শেয়ারদর বেড়েছে প্রায় ৩০ শতাংশ। ‘কারসাজির’ মাধ্যমে দর বাড়ানো হয়েছে বলে মনে করছেন বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টরা। বিষয়টি খতিয়ে দেখছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিও।
গত বৃহস্পতিবার ইস্টার্ন ইনস্যুরেন্সের শেয়ারের দাম ছিল ৬৩ টাকা। গত ৩০ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৮ টাকা। ৬ কর্মদিবসে শেয়ারদর বেড়েছে ১৫ টাকা বা ৩১ শতাংশের মতো। তবে গতকাল রোববার শেয়ারদর কমেছে ১ টাকা ৪০ পয়সা।
এদিকে বৃহস্পতিবারে এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্সের শেয়ারদর ছিল ৬৮ টাকা। তার আগে ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৩ টাকা। অর্থাৎ ১৫ কর্মদিবসে শেয়ারদর বেড়েছে ১৫ টাকা বা ২৮ শতাংশের বেশি। তবে গতকাল দর কমেছে ৫ টাকা ৩০ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিগুলোকে শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে নোটিশ পাঠিয়েছিল। এর জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানান সংশ্লিষ্টরা।
শেয়ারদর বাড়ার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানির কর্মকর্তারা জানান, তাঁরা কোম্পানির শেয়ার কেনাবেচা করেন না। শেয়ারদর বাড়ার বিষয়ে কিছুই বলতে পারবেন না।
মাসুম জামান নামের এক বিনিয়োগকারী বলেন, বেশ কিছুদিন ধরে ইস্টার্ন এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজি করে দর বাড়ানো হচ্ছে। তা না হলে কয়েক দিনের মধ্যেই ১৫ টাকা পর্যন্ত দর বাড়ত না।
এ প্রসঙ্গে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, কোম্পানিগুলোর শেয়ারদর বাড়ার পেছনে কোনো অনিয়ম হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে সাত দিনের সফরে চীনে গেছে সরকারি প্রতিনিধিদল। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে গঠিত এই দলে রয়েছেন বিডা, বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার
২ ঘণ্টা আগেচীন থেকে যুক্তরাষ্ট্রে বিরল মৃত্তিকা চুম্বকের রপ্তানি এক মাসে আগের মাসের তুলনায় ৭ গুণ বেড়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হওয়ার পর এই প্রবৃদ্ধি দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেপ্রতিযোগিতামূলক মূল্যে আগামী পাঁচ বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন করে উচ্চমানের গম আমদানি করতে দেশটির সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। আজ রোববার সচিবালয়ে বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং আমেরিকার পক্ষে ইউএস হুইট অ্যাসোসিয়েশনের ভাইস...
৬ ঘণ্টা আগে৩৫ শতাংশ পাল্টা শুল্কের চাপ লাঘবে সমঝোতা চুক্তি করতে বাংলাদেশ অধীর অপেক্ষায় রয়েছে। তবে সম্ভাব্য আলোচনার সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি মার্কিন বাণিজ্য দপ্তর (ইউএসটিআর)। এ নিয়ে তৃতীয় ও চূড়ান্ত দফা আলোচনার সময়সূচি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো ইমেইলের জবাবে আরও অপেক্ষা করতে বলা হয়েছে।
১৬ ঘণ্টা আগে