Ajker Patrika

এমিরেটসের ব্র্যান্ড ভ্যালু দ্বিগুণ বেড়ে ৮ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এমিরেটসের ব্র্যান্ড ভ্যালু দ্বিগুণ বেড়ে ৮ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার

আন্তর্জাতিক সংস্থা ব্র্যান্ড ফিন্যান্সের হিসেব অনুযায়ী, ২০২৪ সালে এমিরেটসের ব্র্যান্ড ভ্যালু আগের বছরের তুলনায় ২৭ শতাংশ বেড়ে ৮ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এর কারণ হিসেবে সংস্থাটি বিশ্বব্যাপী আকাশভ্রমণকারীদের মধ্যে প্রিমিয়াম অভিজ্ঞতা অর্জনের ক্রমবর্ধমান প্রবণতাকে উল্লেখ করেছে।

সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী এমিরেটস বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় সবচেয়ে মূল্যবান এয়ারলাইনস ব্র্যান্ডের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং একই সঙ্গে এয়ারলাইনসটি যুক্তরাষ্ট্রের বাইরে ও মধ্যপ্রাচ্যে সবচেয়ে মূল্যবান এয়ারলাইনস ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।

এমিরেটসের এই অনন্য অর্জন সম্প্রতি বিজনেস ট্রাভেলার মিডল ইস্ট ২০২৫ অ্যাওয়ার্ডসে আবার্টো স্বীকৃত হলো। এই অনুষ্ঠানে এ নিয়ে টানা ২০ বার ‘বিশ্বের সেরা এয়ারলাইনস’-এর সম্মাননা লাভ করল এমিরেটস। এ ছাড়া ‘সেরা প্রথম শ্রেণি’, ‘সেরা ইকোনমি শ্রেণি’ ও ‘মধ্যপ্রাচ্যের সেরা এয়ারপোর্ট লাউঞ্জ’-এর স্বীকৃতিও পেয়েছে এয়ারলাইনসটি।

এমিরেটসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (কমার্শিয়াল অপারেশন) ও ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট (স্কাইওয়ার্ডস) এয়ারলাইনসটির পক্ষ থেকে পুরস্কারগুলো গ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত