Ajker Patrika

সম্পদ হারিয়ে ‘বিব্রতকর’ বিশ্বরেকর্ড গড়লেন ইলন মাস্ক

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ২২: ৩৪
সম্পদ হারিয়ে ‘বিব্রতকর’ বিশ্বরেকর্ড গড়লেন ইলন মাস্ক

রেকর্ড পরিমাণ সম্পদ হারিয়ে বিব্রতকর এক বিশ্ব রেকর্ড গড়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। গত বছরের নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ২০ হাজার কোটি ডলার হারিয়েছেন তিনি। 

বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন অনুযায়ী, মাস্কের সম্পদের পরিমাণ এতটাই কমেছে যে তাঁকে আধুনিক ইতিহাসে সবচেয়ে বেশি সম্পদ হারানো ব্যক্তির খেতাব দিয়েছে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালের নভেম্বরে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩২ হাজার কোটি ডলার। তবে ২০২৩-এর ডিসেম্বরে তা নেমেছে ১৩ হাজার ৭০০ কোটি ডলারে! 

এর আগে ফোর্বস ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছিল, ১৮ হাজার কোটি ডলারের মতো সম্পদ হারিয়েছেন মাস্ক। তবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, এর পরিমাণ প্রায় ২০ হাজার কোটি ডলার। এক ব্লগ পোস্টে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস জানায়, ঠিক কী পরিমাণ সম্পদ হারিয়েছেন মাস্ক, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। 

এর আগে, সফট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়োশি সন ২০০০ সালে প্রায় ৫ হাজার ৮৬০ কোটি ডলার হারিয়েছিলেন। 

অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করছেন, মূল ব্যবসা টেসলার শেয়ারের দর কমার কারণেই মাস্ককে বিপুল পরিমাণ এই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। গত নভেম্বরে টেসলার ৭০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেন মাস্ক। ডিসেম্বরে আবার ৩৫৮ কোটি ডলারের শেয়ার বিক্রি করেন। 

গত বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত টেসলার মোট ২ হাজার ৩০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন মাস্ক। সম্পদ হারিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থান থেকে নেমে দ্বিতীয় স্থানে নেমে এসেছেন তিনি। তালিকার প্রথমে উঠে এসেছেন বার্নার্ড আর্নো। তিনি ফ্রান্সের লাক্সারি গ্রুপ ‘এলভিএমএইচ’-এর প্রধান নির্বাহী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত