প্রযুক্তি ডেস্ক
রেকর্ড পরিমাণ সম্পদ হারিয়ে বিব্রতকর এক বিশ্ব রেকর্ড গড়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। গত বছরের নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ২০ হাজার কোটি ডলার হারিয়েছেন তিনি।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন অনুযায়ী, মাস্কের সম্পদের পরিমাণ এতটাই কমেছে যে তাঁকে আধুনিক ইতিহাসে সবচেয়ে বেশি সম্পদ হারানো ব্যক্তির খেতাব দিয়েছে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালের নভেম্বরে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩২ হাজার কোটি ডলার। তবে ২০২৩-এর ডিসেম্বরে তা নেমেছে ১৩ হাজার ৭০০ কোটি ডলারে!
এর আগে ফোর্বস ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছিল, ১৮ হাজার কোটি ডলারের মতো সম্পদ হারিয়েছেন মাস্ক। তবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, এর পরিমাণ প্রায় ২০ হাজার কোটি ডলার। এক ব্লগ পোস্টে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস জানায়, ঠিক কী পরিমাণ সম্পদ হারিয়েছেন মাস্ক, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
এর আগে, সফট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়োশি সন ২০০০ সালে প্রায় ৫ হাজার ৮৬০ কোটি ডলার হারিয়েছিলেন।
অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করছেন, মূল ব্যবসা টেসলার শেয়ারের দর কমার কারণেই মাস্ককে বিপুল পরিমাণ এই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। গত নভেম্বরে টেসলার ৭০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেন মাস্ক। ডিসেম্বরে আবার ৩৫৮ কোটি ডলারের শেয়ার বিক্রি করেন।
গত বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত টেসলার মোট ২ হাজার ৩০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন মাস্ক। সম্পদ হারিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থান থেকে নেমে দ্বিতীয় স্থানে নেমে এসেছেন তিনি। তালিকার প্রথমে উঠে এসেছেন বার্নার্ড আর্নো। তিনি ফ্রান্সের লাক্সারি গ্রুপ ‘এলভিএমএইচ’-এর প্রধান নির্বাহী।
রেকর্ড পরিমাণ সম্পদ হারিয়ে বিব্রতকর এক বিশ্ব রেকর্ড গড়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। গত বছরের নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ২০ হাজার কোটি ডলার হারিয়েছেন তিনি।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন অনুযায়ী, মাস্কের সম্পদের পরিমাণ এতটাই কমেছে যে তাঁকে আধুনিক ইতিহাসে সবচেয়ে বেশি সম্পদ হারানো ব্যক্তির খেতাব দিয়েছে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালের নভেম্বরে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩২ হাজার কোটি ডলার। তবে ২০২৩-এর ডিসেম্বরে তা নেমেছে ১৩ হাজার ৭০০ কোটি ডলারে!
এর আগে ফোর্বস ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছিল, ১৮ হাজার কোটি ডলারের মতো সম্পদ হারিয়েছেন মাস্ক। তবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, এর পরিমাণ প্রায় ২০ হাজার কোটি ডলার। এক ব্লগ পোস্টে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস জানায়, ঠিক কী পরিমাণ সম্পদ হারিয়েছেন মাস্ক, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
এর আগে, সফট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়োশি সন ২০০০ সালে প্রায় ৫ হাজার ৮৬০ কোটি ডলার হারিয়েছিলেন।
অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করছেন, মূল ব্যবসা টেসলার শেয়ারের দর কমার কারণেই মাস্ককে বিপুল পরিমাণ এই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। গত নভেম্বরে টেসলার ৭০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেন মাস্ক। ডিসেম্বরে আবার ৩৫৮ কোটি ডলারের শেয়ার বিক্রি করেন।
গত বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত টেসলার মোট ২ হাজার ৩০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন মাস্ক। সম্পদ হারিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থান থেকে নেমে দ্বিতীয় স্থানে নেমে এসেছেন তিনি। তালিকার প্রথমে উঠে এসেছেন বার্নার্ড আর্নো। তিনি ফ্রান্সের লাক্সারি গ্রুপ ‘এলভিএমএইচ’-এর প্রধান নির্বাহী।
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলার হাট উত্তরবঙ্গের সবচেয়ে বড় শুকনা মরিচের হাট, যেখানে সূর্য ওঠার আগেই জমে ওঠে কোটি টাকার বেচাকেনা। কোথাও চলছে মরিচ বস্তাবন্দী, কোথাও পাইকারদের হাঁকডাক আর দরদাম।
১১ ঘণ্টা আগেপুঁজিবাজারে দীর্ঘমেয়াদি মন্দার মধ্যেই নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে কমোডিটি এক্সচেঞ্জ। চলতি বছরের ডিসেম্বরে দেশে প্রথমবারের মতো এই কমোডিটি এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে পরীক্ষামূলক লেনদেন শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
১১ ঘণ্টা আগেজীবনবিমা গ্রাহকদের দাবির টাকা বছরের পর বছর আটকে রাখছে বেশির ভাগ কোম্পানি। সব মিলিয়ে দাবির অঙ্ক ৪ হাজার ৬ কোটি ৯৪ লাখ টাকা ছাড়িয়েছে। আর এর প্রায় ৯১ শতাংশই আটকে আছে মাত্র সাতটি কোম্পানির হাতে। এই চিত্র স্পষ্ট করে দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সর্বশেষ প্রতিবেদন।
১৭ ঘণ্টা আগেকৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ওএমএসের মাধ্যমে আলু বিক্রির চিন্তাভাবনা করছে সরকার। কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
১ দিন আগে