নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টানা পতনের পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বড় ধরনের উত্থান হয়েছে। ঈদের পর ১০ কর্মদিবসের মধ্যে কেবল দ্বিতীয়বারের মতো উত্থান হলো। বাজারসংশ্লিষ্টদের অনেকেই মনে করেন, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পুনর্নিয়োগের বিষয়টি এই উত্থানের পেছনে সহায়ক ভূমিকা রেখেছে।
৩৪৬ পয়েন্ট সূচক হারানোর পর গতকাল যোগ হয়েছে ৯৭ পয়েন্ট। এমন উত্থানে খুশি হতে পারতেন বিনিয়োগকারীরা। তবে গত তিন মাসে পুঁজিবাজারে যে দরপতন হয়েছে, তাতে এই উত্থান প্রত্যাশিত এবং এ রকম একটি উত্থানেই বিনিয়োগকারীদের লোকসান পোষানো যাবে না।
গতকাল রোববারের আগে ঈদের পর লেনদেন হওয়া ৯ কর্মদিবসের মধ্যে ৮ দিনই দরপতন হয়। এ পরিস্থিতিতে গতকাল লেনদেন শুরু হওয়ার পরই গুঞ্জন ছড়িয়ে পড়ে দ্বিতীয় মেয়াদে বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এতে লেনদেনের শুরুতেই বাজার ঊর্ধ্বমুখী হয়।
লেনদেনের একপর্যায়ে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম এক দিনে যতটা বাড়া সম্ভব, ততটাই বেড়ে যায়। লেনদেনের শেষ দিকে এ প্রতিষ্ঠানগুলোর অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না। আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারদর সর্বোচ্চ সীমার কাছাকাছি চলে আসে। আর ৭৭টি প্রতিষ্ঠানের দর ৫ শতাংশের বেশি বেড়েছে।
দিন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৫২টির এবং ৪৪টির অপরিবর্তিত ছিল। এতে প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬১৫ পয়েন্টে উঠে এসেছে।
দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬১৩ কোটি ৯৫ টাকা, যা কার্যদিবসে ছিল ৫১১ কোটি ৪৩ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১০২ কোটি ৫২ লাখ টাকা।
টানা পতনের পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বড় ধরনের উত্থান হয়েছে। ঈদের পর ১০ কর্মদিবসের মধ্যে কেবল দ্বিতীয়বারের মতো উত্থান হলো। বাজারসংশ্লিষ্টদের অনেকেই মনে করেন, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পুনর্নিয়োগের বিষয়টি এই উত্থানের পেছনে সহায়ক ভূমিকা রেখেছে।
৩৪৬ পয়েন্ট সূচক হারানোর পর গতকাল যোগ হয়েছে ৯৭ পয়েন্ট। এমন উত্থানে খুশি হতে পারতেন বিনিয়োগকারীরা। তবে গত তিন মাসে পুঁজিবাজারে যে দরপতন হয়েছে, তাতে এই উত্থান প্রত্যাশিত এবং এ রকম একটি উত্থানেই বিনিয়োগকারীদের লোকসান পোষানো যাবে না।
গতকাল রোববারের আগে ঈদের পর লেনদেন হওয়া ৯ কর্মদিবসের মধ্যে ৮ দিনই দরপতন হয়। এ পরিস্থিতিতে গতকাল লেনদেন শুরু হওয়ার পরই গুঞ্জন ছড়িয়ে পড়ে দ্বিতীয় মেয়াদে বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এতে লেনদেনের শুরুতেই বাজার ঊর্ধ্বমুখী হয়।
লেনদেনের একপর্যায়ে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম এক দিনে যতটা বাড়া সম্ভব, ততটাই বেড়ে যায়। লেনদেনের শেষ দিকে এ প্রতিষ্ঠানগুলোর অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না। আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারদর সর্বোচ্চ সীমার কাছাকাছি চলে আসে। আর ৭৭টি প্রতিষ্ঠানের দর ৫ শতাংশের বেশি বেড়েছে।
দিন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৫২টির এবং ৪৪টির অপরিবর্তিত ছিল। এতে প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬১৫ পয়েন্টে উঠে এসেছে।
দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬১৩ কোটি ৯৫ টাকা, যা কার্যদিবসে ছিল ৫১১ কোটি ৪৩ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১০২ কোটি ৫২ লাখ টাকা।
বিদায়ী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন গত দুই দশকের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত এডিপির আওতায় বরাদ্দ ছিল ২ লাখ ২৬ হাজার ১৬৫ কোটি টাকা। অথচ শেষ পর্যন্ত খরচ হয়েছে মাত্র ১ লাখ ৫২ হাজার ৪৫০ কোটি, অর্থাৎ বাস্তবায়ন হার দাঁড়িয়েছে মাত্র ৬৭.৮৫ শতাংশ, যা ২০০৪-০৫ অর
২ ঘণ্টা আগেজলবায়ু পরিবর্তনের অভিঘাতে ঘূর্ণিঝড়, বন্যা, খরা, নদীভাঙন, জলাবদ্ধতা কিংবা লবণাক্ততা মোকাবিলায় দেশে পরিবেশবান্ধব বিনিয়োগ বাড়ছে। টেকসই উন্নয়ন ও সবুজ প্রবৃদ্ধিকে কেন্দ্র করে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো টেকসই ও সবুজ খাতে মোট ১,৭০৪ কোটি টাকা বেশি বিনিয়োগ করেছে।
২ ঘণ্টা আগেদেশের রপ্তানি প্রবাহে আরও বড় হয়ে উঠছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। ২০২৪-২৫ অর্থবছরে বেপজার আওতাধীন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলগুলো থেকে রপ্তানি হয়েছে ৮.২২ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা আগের বছরের তুলনায় ১৬.২২ শতাংশ বেশি। জাতীয় রপ্তানিতে সংস্থাটির একক অবদান দাঁড়িয়েছে ১৭.০৩ শতা
৩ ঘণ্টা আগেআইপিও ফান্ডের ৮০ কোটি ১১ লাখ টাকার অনিয়মের কারণে এক মাসের মধ্যে ৯০ কোটি টাকা জমা দিতে হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডকে। তা না হলে ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচজন পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা দিতে হবে।
১৪ ঘণ্টা আগে