নিজস্ব প্রতিবেদক ঢাকা
বাজারে ডিমের দাম কিছুটা বেড়েছে। বিভিন্ন হিমাগারে ডিম মজুতের খবর পাওয়া গেছে। এ বিষয়টি তদারকি করা হবে। আজ সোমবার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয় সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আন্ত মন্ত্রণালয়ের বৈঠক শেষে এ তথ্য জানান কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ।
সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া মৎস্য ও/ প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘এ বছর বোরোতে চালের উৎপাদন ভালো হয়েছে। চালের কোনো ঘাটতি নাই। দামও স্থিতিশীল আছে। আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে। আমদানি উন্মুক্ত আছে। সরকারি-বেসরকারি সবকিছু উন্মুক্ত আছে। পেঁয়াজ আমদানিও উন্মুক্ত আছে। কোনো সমস্যা হবে না। ডিমের দাম কিছুটা বেশি। হিমাগারে ডিম মজুতের খবর পাওয়া যাচ্ছে। বিষয়টি তদারকি করা হবে।’
কৃষিমন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং চলছে। আমরা কিন্তু বসে নেই। আমাদের প্রত্যেক জেলা প্রশাসক আছেন। তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে আমাদের। সচিব মহোদয়ের যোগাযোগ হচ্ছে। প্রত্যেক সচিব কিন্তু এগুলো মনিটরিং করেন। আমাদের সব ব্যবস্থাই আমরা চালিয়ে যাচ্ছি।’
কৃষিমন্ত্রী আরও বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে প্রধানমন্ত্রী সজাগ আছেন। বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। আন্ত মন্ত্রণালয়ের এই বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকলে দাম বাড়বে না। একসময় পণ্যের দাম বাড়লে রাস্তা গরম হয়েছে যেতো। এখন আর সেই পরিস্থিতি নেই।’
বৈঠকের তথ্য অনুযায়ী, দেশের হাওর অঞ্চলে শতভাগ ধান কাটা হয়েছে। আর সারা দেশে ৮৫ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। দেশের উপকূলীয় ৯৭ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। তবে ঝোড়ো বাতাসে ঢাকা জেলায় শাকসবজির কিছুটা ক্ষতি হয়েছে। গ্রীষ্মকালীন ফসল তরমুজ, পেঁয়াজ ও টমেটোর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া অতিবৃষ্টিতে আম, লিচু ও বরজের ক্ষতিগ্রস্ত হতে পারে।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের পর রাশিয়া–ইউক্রেন যুদ্ধে কারণে বিশ্বে নৃত্যপণ্যের দাম অস্বাভাবিক বাড়ে। দেশের বাজারেও পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যায়। নিত্যপণ্য মানুষের নাগালে রাখতে কৃষি, বাণিজ্য, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সমন্বয়ে বাজার পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আন্ত মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বাজারে ডিমের দাম কিছুটা বেড়েছে। বিভিন্ন হিমাগারে ডিম মজুতের খবর পাওয়া গেছে। এ বিষয়টি তদারকি করা হবে। আজ সোমবার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয় সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আন্ত মন্ত্রণালয়ের বৈঠক শেষে এ তথ্য জানান কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ।
সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া মৎস্য ও/ প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘এ বছর বোরোতে চালের উৎপাদন ভালো হয়েছে। চালের কোনো ঘাটতি নাই। দামও স্থিতিশীল আছে। আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে। আমদানি উন্মুক্ত আছে। সরকারি-বেসরকারি সবকিছু উন্মুক্ত আছে। পেঁয়াজ আমদানিও উন্মুক্ত আছে। কোনো সমস্যা হবে না। ডিমের দাম কিছুটা বেশি। হিমাগারে ডিম মজুতের খবর পাওয়া যাচ্ছে। বিষয়টি তদারকি করা হবে।’
কৃষিমন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং চলছে। আমরা কিন্তু বসে নেই। আমাদের প্রত্যেক জেলা প্রশাসক আছেন। তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে আমাদের। সচিব মহোদয়ের যোগাযোগ হচ্ছে। প্রত্যেক সচিব কিন্তু এগুলো মনিটরিং করেন। আমাদের সব ব্যবস্থাই আমরা চালিয়ে যাচ্ছি।’
কৃষিমন্ত্রী আরও বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে প্রধানমন্ত্রী সজাগ আছেন। বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। আন্ত মন্ত্রণালয়ের এই বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকলে দাম বাড়বে না। একসময় পণ্যের দাম বাড়লে রাস্তা গরম হয়েছে যেতো। এখন আর সেই পরিস্থিতি নেই।’
বৈঠকের তথ্য অনুযায়ী, দেশের হাওর অঞ্চলে শতভাগ ধান কাটা হয়েছে। আর সারা দেশে ৮৫ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। দেশের উপকূলীয় ৯৭ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। তবে ঝোড়ো বাতাসে ঢাকা জেলায় শাকসবজির কিছুটা ক্ষতি হয়েছে। গ্রীষ্মকালীন ফসল তরমুজ, পেঁয়াজ ও টমেটোর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া অতিবৃষ্টিতে আম, লিচু ও বরজের ক্ষতিগ্রস্ত হতে পারে।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের পর রাশিয়া–ইউক্রেন যুদ্ধে কারণে বিশ্বে নৃত্যপণ্যের দাম অস্বাভাবিক বাড়ে। দেশের বাজারেও পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যায়। নিত্যপণ্য মানুষের নাগালে রাখতে কৃষি, বাণিজ্য, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সমন্বয়ে বাজার পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আন্ত মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বেসরকারি খাতের আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পদত্যাগ করেছেন। গত বুধবার পরিচালনা পর্ষদের সভায় তিনি পদত্যাগ করেন।
৩ ঘণ্টা আগেদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে গত এপ্রিল মাসে। সদ্যসমাপ্ত মাসটিতে ২ দশমিক ৭৫ বিলিয়ন বা ২৭৫ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৩ হাজার ৫৫০ কোটি টাকার বেশি। সে হিসাবে প্রতিদিন রেমিট্যান্সে এসেছে ৯ কোটি ডলারের বেশি।
৩ ঘণ্টা আগেপঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৮ হাজার ১০৬ টন আলু নেপালে রপ্তানি করেছে বাংলাদেশ সরকার। চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হয়ে গতকাল রবিবার (৪ মে ) বিকেল পর্যন্ত এই আলু রপ্তানি করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টাইন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।
৫ ঘণ্টা আগে২০১৩ সালে ব্যাক টু ব্যাক এলসি খুলেছিল মার্কেন্টাইল ব্যাংক। গ্রাহক এমা সিনটেক্স লিমিটেড ফ্যাব্রিকস পাঠায়, আমদানিকারক মিমময় ফ্যাশন বুঝে নেয়। এরপর ব্যাংকে বিল দাখিল হয়, সুইফট বার্তাও যায়। তারপর হঠাৎ সব থেমে যায়—বিল বাতিল।
১২ ঘণ্টা আগে