Ajker Patrika

পাঁচ দিনব্যাপী রিহ্যাব মেলা শুরু হচ্ছে ২৩ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৯
পাঁচ দিনব্যাপী রিহ্যাব মেলা শুরু হচ্ছে ২৩ ডিসেম্বর

আগামী ২৩ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী রিহ্যাবের আবাসন মেলা। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মেলার উদ্বোধন করবেন। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লা নূরী উপস্থিত থাকবেন। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। 

আজ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত রিহ্যাবের সংবাদ সম্মেলনে এসব কথা জানান রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মোহাম্মদ সোহেল রানা। সংবাদ সম্মেলনে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, নজরুল ইসলাম, সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন। 

মোহাম্মদ সোহেল রানা বলেন, ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এ ছাড়া চট্টগ্রামে ১৪টি মেলা সফলভাবে সম্পন্ন করেছে রিহ্যাব। রিহ্যাব ২০০৪ সাল থেকে বিদেশেও মেলার আয়োজন করছে। 

সোহেল রানা বলেন, দেশের অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি গৃহায়ণশিল্প এবং লিংকেজ শিল্প বিকাশে রিহ্যাব ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় প্রায় ১৫০টি আবাসন প্রতিষ্ঠান অংশ নেবে। আর মেলায় থাকবে ২২০টি স্টল। এ ছাড়া মেলায় ১৫টি নির্মাণসামগ্রী এবং ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে। 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রিহ্যাব যুক্তরাষ্ট্রে ১২টি, যুক্তরাজ্যে, দুবাই, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া ও কাতারে ১টি করে এবং দুবাইতে ২টি রিহ্যাব হাউজিং ফেয়ার সফলভাবে সম্পন্ন করেছে। এসব মেলা আয়োজনের মাধ্যমে রিহ্যাব দেশে-বিদেশে গৃহায়ণশিল্পের বাজার তৈরি ও প্রসারের চেষ্টা চালাচ্ছে। 

জানা গেছে, এবারের মেলায় প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫০ টাকা। এ ছাড়া মাল্টিপল এন্ট্রির প্রবেশ ফি ১০০ টাকা। সিঙ্গেল এন্ট্রি টিকিটে একবার ও মাল্টিপল এন্ট্রি টিকিটে পাঁচবার মেলায় প্রবেশ করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত