নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাছ, মাংস ও ডিমের পর এখন সবজিও নিম্নবিত্ত ও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। বেশির ভাগ সবজিই এখন এক শ টাকার ওপরে। এমন পরিস্থিতিতে বাজারে আসা ক্রেতারা পড়েছেন বিপাকে। জিনিসপত্রের আকাশছোঁয়া দামে দিশেহারা তাঁরা। আজ শুক্রবার রাজধানীর কাঁচাবাজারগুলোতে ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
মোহাম্মদপুর বাজারে সবজি কিনতে আসা স্কুলশিক্ষক হাফিজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এক শর নিচে সবজি পেতে রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে। যেটাই ধরি, সেই সবজির দামই ১০০ থেকে ১২০।’ তিনি বলেন, ‘সকালে রুটির সঙ্গে পাঁচমিশালি সবজি ভাজি দিয়ে নাশতা করতাম। কয়েক সপ্তাহ ধরে পাঁচমিশালি সবজি বাদ দিয়ে শুধু পেঁপে ভাজি খেতে হচ্ছে।’
সবজির দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা তিন সপ্তাহ আগের টানা বৃষ্টিকে দুষছেন। আগামী এক-দেড় মাসের মধ্যে দাম কমবে বলেও তাঁরা মনে করেন না।
খিলগাঁও সিপাহিবাগ বাজারের সবজি বিক্রেতা ফরিদ হোসেন বলেন, ‘বৃষ্টির কারণে সবজি খেত নষ্ট হইছে। গাছ মইরা গেছে। সবজির আমদানি কম। পাইকারিতেই সব সবজির দাম ১০-১২ টাকা বাড়ছে ৷ তাই খুচরাতেও দাম বেশি।’
সবজির দাম বাড়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষেরা। রামপুরা এলাকায় রিকশা চালান মোহাম্মদ ফিরোজ। তিনি জানান, সর্বশেষ ডিম খেয়েছেন দুই মাস আগে। ভাতের সঙ্গে এখন কেবল পেঁপে সেদ্ধই জুটছে তাঁদের। পানসে স্বাদের পেঁপে ভর্তায় স্বাদ বাড়াতে বেশি করে পেঁয়াজ মরিচ দেওয়ারও উপায় নেই। কারণ পেঁয়াজের কেজি এক শ ছুঁয়েছে, কাঁচামরিচ দুই শ। সবকিছুই খেতে হচ্ছে মেপে মেপে।
ফিরোজ বলেন, ‘বাজারে এত দাম জীবনে দেখি নাই। কয়দিন পর পেঁপেডাও খাইতে পারমু কিনা ভাবতিছি।’
রাজধানীর রামপুরা, মোহাম্মদপুর, কচুক্ষেত ও খিলগাঁও সিপাহিবাগ বাজার ঘুরে দেখা যায়, বগুড়ার আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭০-৭৫ টাকা আর দেশি আলু ৫০-৫৫ টাকা। আলুর দাম কেজিতে আরও সাত-আট টাকা বাড়তে পারে বলে জানান বিক্রেতারা। কারণ অন্যান্য সবজির দাম বেশি থাকায় আলুর চাহিদা বর্তমানে বেশি। আর চাহিদা বেশি থাকায় দামও বাড়তে পারে।
বাজারভেদে বেগুন ১০০-১৪০ টাকা, করলা-কচুমুখী-বরবটি ১০০-১২০ টাকা, পটল ১০০ টাকা, চিচিঙ্গা ৮০-৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ফুলকপি আকারভেদে প্রতি পিস বিক্রি হয়েছে ৭০-৯০ টাকায়। এ ছাড়া মুলা ৬০-৮০ টাকা আর পেঁপে ৪০-৫০ টাকায় বিক্রি হয়েছে। কাঁচামরিচ ২০০-২২০ টাকা, দেশি পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হয়েছে।
বরাবরের মতোই মাছ-মাংসের বাজারে কোনো সুখবর নেই। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকায় এবং সোনালিকা মুরগির কেজি ৩২০-৩৪০ টাকা। পাঙাশ, তেলাপিয়া কেজি প্রতি ২৪০-২৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। রুই, কাতল মাছ আকারভেদে ৪০০-৪৫০ টাকা, চিংড়ি জাতভেদে ৮০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছ, মাংস ও ডিমের পর এখন সবজিও নিম্নবিত্ত ও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। বেশির ভাগ সবজিই এখন এক শ টাকার ওপরে। এমন পরিস্থিতিতে বাজারে আসা ক্রেতারা পড়েছেন বিপাকে। জিনিসপত্রের আকাশছোঁয়া দামে দিশেহারা তাঁরা। আজ শুক্রবার রাজধানীর কাঁচাবাজারগুলোতে ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
মোহাম্মদপুর বাজারে সবজি কিনতে আসা স্কুলশিক্ষক হাফিজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এক শর নিচে সবজি পেতে রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে। যেটাই ধরি, সেই সবজির দামই ১০০ থেকে ১২০।’ তিনি বলেন, ‘সকালে রুটির সঙ্গে পাঁচমিশালি সবজি ভাজি দিয়ে নাশতা করতাম। কয়েক সপ্তাহ ধরে পাঁচমিশালি সবজি বাদ দিয়ে শুধু পেঁপে ভাজি খেতে হচ্ছে।’
সবজির দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা তিন সপ্তাহ আগের টানা বৃষ্টিকে দুষছেন। আগামী এক-দেড় মাসের মধ্যে দাম কমবে বলেও তাঁরা মনে করেন না।
খিলগাঁও সিপাহিবাগ বাজারের সবজি বিক্রেতা ফরিদ হোসেন বলেন, ‘বৃষ্টির কারণে সবজি খেত নষ্ট হইছে। গাছ মইরা গেছে। সবজির আমদানি কম। পাইকারিতেই সব সবজির দাম ১০-১২ টাকা বাড়ছে ৷ তাই খুচরাতেও দাম বেশি।’
সবজির দাম বাড়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষেরা। রামপুরা এলাকায় রিকশা চালান মোহাম্মদ ফিরোজ। তিনি জানান, সর্বশেষ ডিম খেয়েছেন দুই মাস আগে। ভাতের সঙ্গে এখন কেবল পেঁপে সেদ্ধই জুটছে তাঁদের। পানসে স্বাদের পেঁপে ভর্তায় স্বাদ বাড়াতে বেশি করে পেঁয়াজ মরিচ দেওয়ারও উপায় নেই। কারণ পেঁয়াজের কেজি এক শ ছুঁয়েছে, কাঁচামরিচ দুই শ। সবকিছুই খেতে হচ্ছে মেপে মেপে।
ফিরোজ বলেন, ‘বাজারে এত দাম জীবনে দেখি নাই। কয়দিন পর পেঁপেডাও খাইতে পারমু কিনা ভাবতিছি।’
রাজধানীর রামপুরা, মোহাম্মদপুর, কচুক্ষেত ও খিলগাঁও সিপাহিবাগ বাজার ঘুরে দেখা যায়, বগুড়ার আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭০-৭৫ টাকা আর দেশি আলু ৫০-৫৫ টাকা। আলুর দাম কেজিতে আরও সাত-আট টাকা বাড়তে পারে বলে জানান বিক্রেতারা। কারণ অন্যান্য সবজির দাম বেশি থাকায় আলুর চাহিদা বর্তমানে বেশি। আর চাহিদা বেশি থাকায় দামও বাড়তে পারে।
বাজারভেদে বেগুন ১০০-১৪০ টাকা, করলা-কচুমুখী-বরবটি ১০০-১২০ টাকা, পটল ১০০ টাকা, চিচিঙ্গা ৮০-৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ফুলকপি আকারভেদে প্রতি পিস বিক্রি হয়েছে ৭০-৯০ টাকায়। এ ছাড়া মুলা ৬০-৮০ টাকা আর পেঁপে ৪০-৫০ টাকায় বিক্রি হয়েছে। কাঁচামরিচ ২০০-২২০ টাকা, দেশি পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হয়েছে।
বরাবরের মতোই মাছ-মাংসের বাজারে কোনো সুখবর নেই। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকায় এবং সোনালিকা মুরগির কেজি ৩২০-৩৪০ টাকা। পাঙাশ, তেলাপিয়া কেজি প্রতি ২৪০-২৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। রুই, কাতল মাছ আকারভেদে ৪০০-৪৫০ টাকা, চিংড়ি জাতভেদে ৮০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
অসুস্থতা, দুর্ঘটনাসহ বিপদে-আপদে বিশ্বজুড়ে মানুষের ভরসার কেন্দ্র ‘বিমা’। বিমা পলিসি করা থাকলেই হাসপাতালের বিল পরিশোধ বা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কোনো চিন্তা করতে হয় না গ্রাহককে। গ্রাহকের হয়ে বিমা কোম্পানিই সব শোধ করে দেয়। কিন্তু বাংলাদেশের বিমা খাত এখনো সেই ভরসার জায়গা হয়ে উঠতে পারেনি।
১ ঘণ্টা আগেপেঁয়াজের মৌসুম এখনো শেষ হয়নি। তার আগেই দাম বাড়তে শুরু করেছে। বাজারে দাম আরও বাড়বে; সেই আশায় কৃষক, ফড়িয়া, ব্যবসায়ী—সবাই সাধ্যমতো পেঁয়াজ ধরে রাখছেন, সুবিধামতো সময়ে ছাড়ছেন অল্প অল্প করে। আর এতেই মোকামে বাড়ছে পণ্যটির দাম, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে।
২ ঘণ্টা আগেদক্ষিণ এশিয়ার বাণিজ্য মানচিত্রে বাংলাদেশের অবস্থান বদলে দিতে যাচ্ছে মাতারবাড়ী। বহুল কাঙ্ক্ষিত গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি এখন আর কাগজে আঁকা স্বপ্ন নয়, সেটি বাস্তবায়নের মোক্ষম বাঁক পেরিয়ে প্রবেশ করতে যাচ্ছে নির্মাণপর্বে। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জাপানের দুটি
২ ঘণ্টা আগে৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে বাংলাদেশ সফর শেষ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। তবে এবারের মিশনে পূর্বের মতো সফরের শেষে ‘স্টাফ লেভেল অ্যাগ্রিমেন্ট’ হয়নি। আইএমএফের এই সিদ্ধান্ত, অর্থাৎ চুক্তি ছাড়াই মিশন শেষ করা, পূর্বের রীতি থেকে একটি বড়
২ ঘণ্টা আগে