Ajker Patrika

ভোজ্যতেলের অগ্রিম কর প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২১: ০৬
ভোজ্যতেলের অগ্রিম কর প্রত্যাহার

আসন্ন রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে আমদানিকৃত অপরিশোধিত সয়াবিন ও পামওয়েল তেলের ওপর ৪ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন তথ্যটি নিশ্চিত করে জানান, রমজানে ভোজ্যতেলের দাম জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।

এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সালের ৪৭ নং আইন) এর ১২৬ উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ৩০ জুন, ২০১৯ সালে জারিকৃত এস.আর.ও. নং- ২৩৯-আইন/২০১৯/৭৫ মূসকের নিম্নরূপ অধিকতর সংশোধন করা হলো।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও রাজস্ব বোর্ডের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। সেখানে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অপরিশোধিত সয়াবিন ও পামওয়েল আমদানিতে আরোপিত কর ও ভ্যাট যৌক্তিকহারে নির্ধারণের জন্য রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছিল।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পামওয়েলের বাজার অস্থিতিশীল থাকায় দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ছে বলে ব্যবসায়ীরা দীঘদিন ধরে  অভিযোগ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত