Ajker Patrika

ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৮: ২০
ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না

ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না। ভোজ্যতেল ও চিনি-সংক্রান্ত একটি বৈঠক আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএসএম শফিকুজ্জামানের নেতৃত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শফিকুজ্জামান এ তথ্য জানান। 

অতিরিক্ত সচিব বলেন, ‘আগামী মঙ্গলবার অভিন্ন মূল্য পদ্ধতিবিষয়ক কারিগরি কমিটির সদস্যরা চিনি ও ভোজ্যতেলের বড় পরিশোধনকারীগুলোর কারখানা পরিদর্শন করবেন। সেখানে উৎপাদন খরচ, আমদানি মূল্য, প্যাকেজিং ও অন্যান্য খরচসহ সব পর্যালোচনা করা হবে। এসব বিষয়ে পর্যালোচনা করার পর দাম কম বা বেশি সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’ 

অতিরিক্ত সচিব শফিকুজ্জামান জানান, ৩ জানুয়ারি রিফাইনারিগুলো চিঠি দিয়ে জানায় যে, ৮ জানুয়ারি থেকে তারা প্রতি লিটারে ৮ টাকা করে দাম বাড়াবে। তবে প্রতিষ্ঠান পরিদর্শন না করা পর্যন্ত আপাতত দাম বাড়ছে না।  

আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে দেশে ভোজ্যতেলের দাম বেড়েই চলেছে। গত এপ্রিল থেকে এ পর্যন্ত তিন দফায় লিটারপ্রতি ২১ টাকা বাড়ানো হয়েছে। এরপর আরও ৮ টাকা বাড়ানোর জন্য মিলমালিকেরা মন্ত্রণালয়কে চাপ দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মিলমালিক অন্যদের নিয়ে বৈঠক করেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত