Ajker Patrika

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিদ্যুতের কর ভর্তুকি বন্ধ করা জরুরি: সিপিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিপিডির সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিরা। ছবি: সংগৃহীত
সিপিডির সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিরা। ছবি: সংগৃহীত

দেশে প্রতিবছর কর ইনসেনটিভ (ভর্তুকি) ও কর ব্যয় নিয়ে নানা অনাচার হয়। রাজনৈতিক উদ্দেশ্যে বিশাল অঙ্কের টাকা কর ভর্তুকি দেওয়া হয়। সরকারকে এসব বন্ধ করতে হবে। বিদ্যুতের মতো জায়গায় কোনোভাবেই করের টাকায় ভর্তুকি দেওয়া উচিত হবে না। সর্বোপরি দেশের স্বার্থে কর সিস্টেমসহ দেশের সামগ্রিক আর্থিক লেনদেন ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার জোরালো উদ্যোগ জরুরি।

আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘করপোরেট ইনকাম ট্যাক্স রিফর্ম ফর গ্র্যাজুয়েটিং বাংলাদেশ: দ্য জাস্টিস পারসপেক্টিভ’—শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

দেশের কর খাতে নানা অসংগতি ও অন্যায্যতা রয়েছে। করহার, ভিত্তি, ব্যয় এবং প্রশাসন ইস্যুতে রয়েছে নানা সমালোচনা। এমনকি কর আদায়কারী এবং দাতাদের মধ্যে রয়েছে একে এপরের প্রতি গুরুতর অবিশ্বাস। কর ফাঁকি এড়াতে ডিজিটাল সিস্টেমে চালু নিয়েও কর কর্মকর্তা এবং করদাতাদের আগ্রহের ঘাটতি লক্ষ্য করা গেছে। পাশাপাশি করের অর্থ ব্যয় নিয়ে প্রশ্নের সীমা নেই।

এসব বিষয়ে আলোকপাত করে গোলাম মোয়াজ্জেম বলেন, ‘কর ফাঁকি ছাড়াও প্রণোদনা ও করছাড়ের কারণে সরকার প্রতিবছর বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে। বিনিয়োগের কথা বলে বিভিন্ন খাতভিত্তিক কর ছাড় দেওয়া হচ্ছে। এগুলো সম্পূর্ণ বন্ধ করা উচিত। প্রণোদনা বা কর ছাড় বিনিয়োগের ভিত্তি হতে পারে না। বাংলাদেশের প্রণোদনা কাঠামো পরিপূর্ণভাবে রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে। এই কাঠামো থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘সরকারের করের টাকা মূলত সাধারণ জনগণের টাকা। এটা যেনতেনভাবে খরচ করার সুযোগ নেই। বিদ্যুতের ক্ষেত্রে ঢালাওভাবে কর রেওয়াত সুবিধা দেওয়া হচ্ছে, এটা ন্যায্য না। কারণ, বিদ্যুৎ যারা উৎপাদন করেন তারা তো অন্যান্য বড় কোম্পানির মত সক্ষমতা রাখেন।’

তিনি আরও বলেন, ‘করব্যয় এক বছরে ৭১ হাজার হাজার কোটি টাকা। এত ব্যয় কমাতে হবে। পাশাপাশি সরকারের উচিত হবে, করবৈষম্য দূর করা, যা আগামী দিনে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে সহায়তা করবে। তবে এ জন্য যেকোনো মূল্যে ডিজিটাল কর সিস্টেম ও আর্থিক লেনদেন নিশ্চিত করতে হবে।’

গোলাম মোয়াজ্জেম আরও বলেন, ‘কর ফাঁকির কারণে ২০২৩ অর্থবছরে (২০২২-২৩ অর্থবছর) আনুমানিক ২ লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকা রাজস্ব হারিয়েছে বাংলাদেশ। ২০১২ সালে কর ফাঁকির এই পরিমাণ ছিল ৯৬ হাজার ৫০৩ কোটি টাকা। অর্থাৎ, গত ১১ বছরে দেশে কর ফাঁকির পরিমাণ দ্বিগুণের বেশি হয়েছে।’

খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়ায় থাকা বাংলাদেশের জন্য করছাড় ও কর ভর্তুকি বড় চ্যালেঞ্জ। এলডিসি উত্তরণের পর বহুজাতিক কোম্পানির বিনিয়োগ বাড়বে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে কর ফাঁকি ও কর পরিহারের ঝুঁকিও বাড়বে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সিপিডি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর ব্যবস্থার ডিজিটাল অবকাঠামো উন্নয়ন ও নীতিগত সংস্কারের সুপারিশ করেছে।’

তিনি জানান, সিপিডির গবেষণায় উঠে এসেছে—একদিকে বিপুল পরিমাণ কর ফাঁকি দেওয়া হচ্ছে, অন্যদিকে অনেক প্রতিষ্ঠান কর দিতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন। গবেষণায় অংশ নেওয়া ৪৫ শতাংশ কোম্পানি জানিয়েছে, করপোরেট কর দেওয়ার সময় কর কর্মকর্তারা ঘুষ চেয়েছেন। এ ছাড়া বিদ্যমান কর হার অন্যায্য বলে দাবি করেছে ৮২ শতাংশ কোম্পানি।

মূল প্রতিবেদন উপস্থাপনকালে সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী তামিম আহমেদ বলেন, ‘করপোরেট আয়কর নিয়ে গবেষণার জন্য ঢাকা ও চট্টগ্রামের শেয়ারবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—এমন মোট ১২৩টি কোম্পানির তথ্য নিয়েছে সিপিডি। এ ছাড়া তৈরি পোশাক, প্লাস্টিক, তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং ও চামড়া—এই পাঁচটি খাতের ব্যবসায়ী নেতাদের মতামত নেওয়া হয়েছে। জরিপটি পরিচালিত হয়েছে গত বছরের ডিসেম্বর মাসে।’

সিপিডির মতে, ২০২৩ সালে আনুমানিক ২ লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকা কর ফাঁকি হয়েছে। এর মধ্যে করপোরেট কর ফাঁকির পরিমাণই অর্ধেক বা ৫০ শতাংশ; সেই হিসাবে ২০২৩ সালে আনুমানিক ১ লাখ ১৩ হাজার ১১৮ কোটি টাকা করপোরেট কর ফাঁকি দেওয়া হয়েছে।

তামিম আহম্মেদ মূল প্রবন্ধ উপস্থাপনকালে বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানির জন্য গণহারে বিপুল অর্থ ব্যয় অন্যায্য। অথচ এ খাতে অর্থ অপচয়ের জন্য অন্য খাতে চাপ বাড়ছে।’ তিনি বলেন, ডিজিটালাইজেশন কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখতে পাচ্ছি। ব্যবসায়ী ও এনবিআরে স্বার্থে এটা করা জরুরি। অথচ এনবিআর ও ব্যবসায়ীদের এক ধরনের অনীহা রয়েছে। বাংলাদেশে যে কোনো লেনদেন একক ডিজিটাল সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। যাতে করে, যেকোনো লেনদেন ট্রেস ও ট্র্যাক করা যায়। সেটার আলোকে দাখিলকৃত রিটার্নকে ভেরিফাই করা যায়।’

তিনি সুপারিশমালায় বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সামনের বাজেটে সর্বনিম্ন কর ১৫ শতাংশ করতে পারে। আর ক্যাপিটাল মার্কেটে ঢালাওভাবে আড়াই শতাংশ করছাড় বন্ধ করতে হবে। বরং, কোম্পানির অবস্থা ভেদে তা হতে পারে। কর আদায়ে একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক ও কমিটি থাকতে হবে। করের অমীমাংসিত ইস্যু কমিটির মাধ্যমে নিষ্পত্তি হবে।

সুপারিশে তিনি আরও বলেন, করপোরেট প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করে কর বাড়ানো যেতে পারে। নিবন্ধনকৃত কোম্পানির মধ্যে যারা কর দেয় না তাদের তালিকা প্রকাশ করে জনগণকে অবহিত করা যেতে পারে। স্কুল কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে কর রিটার্ন জমা দিয়ে কর প্রদানে নাগরিককে উদ্বুদ্ধ করা যেতে পারে। কর পদ্ধতি শতভাগে ডিজিটাল করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত