আয়নাল হোসেন, ঢাকা
রাজধানী ঢাকাসহ সারা দেশে গত শুক্রবার থেকে সরকারের ধার্য করা দামে চিনি বিক্রি হবে বলে জানিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু কোথাও নতুন দামে চিনি বিক্রি হচ্ছে না। অন্যদিকে চার-পাঁচ দিন ধরে বাজার থেকে প্যাকেটজাত চিনি উধাও হয়ে গেছে।
চিনির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, সরকার খোলা চিনির দাম খুচরায় কেজিতে ৭৪ টাকা এবং প্যাকেটজাত ৭৫ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু মিলগেট ও পাইকারি বাজারে কে কত দামে বিক্রি করবে, তা করেনি। ফলে বাজারে কেউ সরকারের নির্দেশনা মানছে না। কোথাও কোথাও প্যাকেটজাত চিনি কেজি ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
এ অবস্থায় সরকারের নির্দেশনা কার্যকর হতে আরও কয়েক দিন লাগবে বলে জানিয়েছেন মিলাররা। তবে মিল থেকে কম দামে চিনি না পেলে খুচরায় কম দামে বিক্রির সুযোগ নেই বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। খুচরা বিক্রেতারাও বলছেন, পাইকারিতে কমে কিনতে না পারলে দাম কমানোর সুযোগ নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, সারা দেশে বাজার থেকে চার-পাঁচ দিন ধরে প্যাকেটজাত চিনি উধাও হয়ে গেছে। তবে সুপার শপগুলোয় প্যাকেটজাত চিনি পাওয়া যাচ্ছে। গতকাল রাজধানীর নয়াবাজার, মৌলভীবাজার, কারওয়ান বাজার ও রামপুরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, তাদের কাছে প্যাকেটজাত চিনির সরবরাহ নেই।
রাজধানীর পূর্ব রামপুরা বাজারের মেসার্স মদিনা ট্রেডার্সের ব্যবসায়ী আরিফুল ইসলাম জানান, এক সপ্তাহ ধরে তাঁদের কাছে প্যাকেটজাত কোনো চিনির সরবরাহ নেই। মৌলভীবাজারের খুচরা চিনি ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, তাঁদের বাজারে প্যাকেটজাত কোনো চিনির সরবরাহ নেই। ঢাকার দোহারে খোঁজ নিয়েও একই খবর পাওয়া গেছে।
সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি না হওয়ার বিষয়ে জানতে চাইলে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, ‘আপনাদের আর কোনো কাজ নেই। শুধু চিনির পেছনে লেগে আছেন। আজ (রোববার) আমাদের অ্যাসোসিয়েশনের বৈঠকে মিলগেট ও পাইকারি দাম নির্ধারণ করা হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের এক সদস্য বলেন, আন্তর্জাতিক বাজারে আগে অপরিশোধিত চিনির দাম ছিল টন ৩৫০-৩৬০ মার্কিন ডলার। বর্তমানে তা ৫৫০-৫৬০ ডলারে বিক্রি হচ্ছে। কিন্তু সরকার আমদানি শুল্ক কমাচ্ছে না। এখনো কেজিতে চিনির আমদানি শুল্ক প্রায় ৩০ টাকা, যা বিশ্বের কোথাও নেই। এই পরিস্থিতিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চিনির ওপর আরোপিত কর কমাতে কিংবা ভ্যাট মওকুফের জন্য অর্থমন্ত্রী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে চিঠিও দেন। কিন্তু অর্থমন্ত্রী কিংবা রাজস্ব বোর্ডের তরফে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।
দেশে চিনির দাম অস্বাভাবিক বাড়ায় গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে দাম নির্ধারণ করে দেয়। শুক্রবার থেকে কার্যকরের নির্দেশ দেয়।
নির্দেশনা মেনে চলা হচ্ছে কি না, তা নজরদারি করতে জাতীয় ভোক্তা অধিকার সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিরাজমান অবস্থান সম্পর্কে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বাজারে আগের বেশি দামের চিনির সরবরাহ রয়ে গেছে। তা শেষ হলে নতুন নির্ধারিত দামে বিক্রি হবে। তবে এ ব্যাপারে ভোক্তা অধিকার অধিদপ্তরকে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজধানী ঢাকাসহ সারা দেশে গত শুক্রবার থেকে সরকারের ধার্য করা দামে চিনি বিক্রি হবে বলে জানিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু কোথাও নতুন দামে চিনি বিক্রি হচ্ছে না। অন্যদিকে চার-পাঁচ দিন ধরে বাজার থেকে প্যাকেটজাত চিনি উধাও হয়ে গেছে।
চিনির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, সরকার খোলা চিনির দাম খুচরায় কেজিতে ৭৪ টাকা এবং প্যাকেটজাত ৭৫ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু মিলগেট ও পাইকারি বাজারে কে কত দামে বিক্রি করবে, তা করেনি। ফলে বাজারে কেউ সরকারের নির্দেশনা মানছে না। কোথাও কোথাও প্যাকেটজাত চিনি কেজি ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
এ অবস্থায় সরকারের নির্দেশনা কার্যকর হতে আরও কয়েক দিন লাগবে বলে জানিয়েছেন মিলাররা। তবে মিল থেকে কম দামে চিনি না পেলে খুচরায় কম দামে বিক্রির সুযোগ নেই বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। খুচরা বিক্রেতারাও বলছেন, পাইকারিতে কমে কিনতে না পারলে দাম কমানোর সুযোগ নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, সারা দেশে বাজার থেকে চার-পাঁচ দিন ধরে প্যাকেটজাত চিনি উধাও হয়ে গেছে। তবে সুপার শপগুলোয় প্যাকেটজাত চিনি পাওয়া যাচ্ছে। গতকাল রাজধানীর নয়াবাজার, মৌলভীবাজার, কারওয়ান বাজার ও রামপুরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, তাদের কাছে প্যাকেটজাত চিনির সরবরাহ নেই।
রাজধানীর পূর্ব রামপুরা বাজারের মেসার্স মদিনা ট্রেডার্সের ব্যবসায়ী আরিফুল ইসলাম জানান, এক সপ্তাহ ধরে তাঁদের কাছে প্যাকেটজাত কোনো চিনির সরবরাহ নেই। মৌলভীবাজারের খুচরা চিনি ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, তাঁদের বাজারে প্যাকেটজাত কোনো চিনির সরবরাহ নেই। ঢাকার দোহারে খোঁজ নিয়েও একই খবর পাওয়া গেছে।
সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি না হওয়ার বিষয়ে জানতে চাইলে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, ‘আপনাদের আর কোনো কাজ নেই। শুধু চিনির পেছনে লেগে আছেন। আজ (রোববার) আমাদের অ্যাসোসিয়েশনের বৈঠকে মিলগেট ও পাইকারি দাম নির্ধারণ করা হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের এক সদস্য বলেন, আন্তর্জাতিক বাজারে আগে অপরিশোধিত চিনির দাম ছিল টন ৩৫০-৩৬০ মার্কিন ডলার। বর্তমানে তা ৫৫০-৫৬০ ডলারে বিক্রি হচ্ছে। কিন্তু সরকার আমদানি শুল্ক কমাচ্ছে না। এখনো কেজিতে চিনির আমদানি শুল্ক প্রায় ৩০ টাকা, যা বিশ্বের কোথাও নেই। এই পরিস্থিতিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চিনির ওপর আরোপিত কর কমাতে কিংবা ভ্যাট মওকুফের জন্য অর্থমন্ত্রী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে চিঠিও দেন। কিন্তু অর্থমন্ত্রী কিংবা রাজস্ব বোর্ডের তরফে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।
দেশে চিনির দাম অস্বাভাবিক বাড়ায় গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে দাম নির্ধারণ করে দেয়। শুক্রবার থেকে কার্যকরের নির্দেশ দেয়।
নির্দেশনা মেনে চলা হচ্ছে কি না, তা নজরদারি করতে জাতীয় ভোক্তা অধিকার সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিরাজমান অবস্থান সম্পর্কে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বাজারে আগের বেশি দামের চিনির সরবরাহ রয়ে গেছে। তা শেষ হলে নতুন নির্ধারিত দামে বিক্রি হবে। তবে এ ব্যাপারে ভোক্তা অধিকার অধিদপ্তরকে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
বিগত সরকারের আমলে বঞ্চিত ৭ হাজার ২১৫ কর্মকর্তাকে সুপার নিউমারারি পদোন্নতি দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংক। একসঙ্গে এত কর্মকর্তার পদোন্নতির বিষয় নিয়ে এবার তদন্ত শুরু করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। এতে পদবিসহ সুযোগ-সুবিধা হারানোর আতঙ্কে রয়েছেন পদোন্নতি পাওয়া...
১৪ মিনিট আগেবিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কোটি কোটি টাকা খরচ করে সম্মেলন করেছে অন্তর্বর্তী সরকার। অথচ এ দেশে আসা এক জাপানি বিনিয়োগকারী চরম প্রতারণা ও বিচারিক দীর্ঘসূত্রতার শিকার হয়ে বিনিয়োগ গুটিয়ে ফিরে যাওয়ার কথা ভাবছেন...
২ ঘণ্টা আগেএবি ব্যাংকের ৮১৩তম বোর্ড সভায় বিশিষ্ট ব্যাংকার কাইজার এ. চৌধুরী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ. চৌধুরীর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিইও এবং পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
৩ ঘণ্টা আগেমালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আলোচনা শুরুর আগে বাংলাদেশের ‘অভিযোগ প্রত্যাহার’ চেয়ে কূটনৈতিক চাপ বাড়াচ্ছে কুয়ালালামপুর। মানব পাচার সংক্রান্ত যুক্তরাষ্ট্রের র্যাংকিংয়ে উন্নতি আনতে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় বাংলাদেশকে প্রেরিত এক চিঠিতে বলেছে, ঢাকা থেকে আসা অনেক অভিযোগ ‘ভিত্তিহীন ও অসমর্থিত’..
৩ ঘণ্টা আগে