Ajker Patrika

কৃষি তহবিলের ঋণ বিতরণের সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কৃষি তহবিলের ঋণ বিতরণের সময় বৃদ্ধি

করোনায় সৃষ্ট আর্থিক সংকট মোকাবিলায় কৃষকদের জন্য ৩ হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন স্কিমের বিতরণের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এ তহবিল থেকে ঋণ বিতরণের মেয়াদ ৩০ জুন থেকে বৃদ্ধি করে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করার নির্দেশ দিয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ তহবিলের মেয়াদ বৃদ্ধি করে একটি নির্দেশনা দিয়েছে। 

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব এ তহবিল থেকে জামানতবিহীন সহজ শর্তে মাত্র চার শতাংশ সুদহারে ঋণ নিতে পারছেন কৃষকেরা। তহবিলের আওতায় অংশগ্রহণকারী ব্যাংক নিজস্ব কৃষক ও গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণ করবে। ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষিদের জন্য এককভাবে জামানত বিহীন সর্বোচ্চ দুই লাখ টাকা ঋণ পাবে কৃষক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত