Ajker Patrika

ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৩: ০৮
ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে আজ বুধবার। আগের দিন যেখানে বাজারটিতে ৬০০ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছিল, সেখানে আজ দুপুর ১২টার মধ্যেই লেনদেন ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে।

ডিএসইতে আজ দুপুর ১২টা ১৬ মিনিট পর্যন্ত ৪৭৫ কোটি ১৫ লাখ ৬ হাজার টাকার শেয়ার, বন্ড ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে।

এই সময়ে লেনদেন হওয়া সিকিউরিটির মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৫৭টির। আর আগের দিনের দরে লেনদেন হয়েছে ১৭৯টির।

এর প্রভাবে দুপুর পর্যন্ত সাধারণ সূচকে যোগ হয় ১৩ পয়েন্ট। ডিএসইএক্সের অবস্থান দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪১ পয়েন্টে।

অপর দুটি সূচকের মধ্যে ডিএসইএস এবং ডিএস ৩০ সূচক ২ পয়েন্ট করে বেড়ে লেনদেন হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত