Ajker Patrika

প্রভাবশালীদের দাপটে প্রয়োজনের বেশি ব্যাংক অনুমোদন পেয়েছে: ওয়াহিদউদ্দিন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩: ০৮
প্রভাবশালীদের দাপটে প্রয়োজনের বেশি ব্যাংক অনুমোদন পেয়েছে: ওয়াহিদউদ্দিন মাহমুদ

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। রক্ত সঞ্চালনের মাধ্যমে হৃৎপিণ্ড ভালো থাকে। বর্তমানে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো ভালো নেই। অনেক ব্যাংক আশানুরূপ আমানত পাচ্ছে না। তাদের ঋণগ্রহীতাও ঝুঁকিপূর্ণ। বিশেষ করে নতুন প্রজন্মের ব্যাংকগুলো ভালো পারফরমেন্স দেখাতে পারছে না। যার অন্যতম কারণ, ব্যাংকের সংখ্যা বাজারের চাহিদার তুলনায় বেশি।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার ‘ব্যাংকিং অ্যালমানাক’ পঞ্চম সংস্করণ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। 

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘এখন প্রশ্ন উঠেছে কিছু ব্যাংক কমিয়ে আনার। একটি ব্যাংকের সঙ্গে অপর ব্যাংকে একীভূত করা। কিন্তু নতুন প্রজন্মের ব্যাংকগুলোকে যখন অনুমোদন দেওয়া হয়েছিল তখন বহুবার আমরা বলেছি, বাংলাদেশের বাজারে এত বেশি ব্যাংকের জায়গা নেই। কিন্তু সেদিকে গুরুত্ব না দিয়ে নতুন প্রজন্মের অনুমোদন দেওয়া হয়েছিল প্রভাবশালীদের দাপটে। সেই ব্যাংকগুলো যে খুব বেশি আমানত সংগ্রহ করতে পারেনি, এটা ঠিকই দৃশ্যমান হয়েছে। এক হাজার কোটি টাকার আমানতও অনেকে সংগ্রহ করতে পারিনি। এভাবে তারা টিকে থাকতে পারবে না। এখন প্রশ্ন উঠেছে, ওই ব্যাংকগুলো আবার একত্রিত করা হোক বা কমিয়ে দেওয়া হোক।’

বাংলাদেশের ঋণ-মানে আন্তর্জাতিকভাবে অবনমনের নেপথ্যেও আর্থিক খাত রয়েছে বলে উল্লেখ করে এ অর্থনীতিবিদ বলেন, ‘একটা সময় ব্যাংকে রোডম্যাপ (রূপরেখা) ছিল। কিন্তু স্বার্থান্বেষী মহলের কারণে তা আলোর মুখ দেখেনি। অতীতের শিক্ষা ভুলে ব্যাংক খাতে সুশাসন ফেরাতে রোডম্যাপ করা হয়। কিন্তু না বুঝে রোডম্যাপ করলে কোনো কাজ হবে না।’ 

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘সুদহার বেঁধে দেওয়া বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল। তখন এর পক্ষে-বিপক্ষে লেখালেখি হয়। আইএমএফ-বিশ্বব্যাংক এই সুদহার বাজারের ওপর ছেড়ে দিতে পরামর্শ দেয়। পরে নয়-ছয় করে আবারও বেঁধে দেওয়া হয়। অনেক দিন ধরে বেঁধে দেওয়া হয়েছিল। যদিও উচিত ছিল পরিস্থিতি বুঝে আগের সীমা প্রত্যাহার। আবার বাজারভিত্তিক করা হলো পুরোনো যুক্তিগুলোর বিশ্লেষণ ছাড়াই। যদিও আইএমএফ-বিশ্বব্যাংক বাংলাদেশের এই বাস্তবতা বোঝে না। কেননা, সুদ শতভাগ বাজারভিত্তিক হলে ছোট ও নাজুক ব্যাংকগুলো আমানত পায় না। এমনকি ভালো গ্রাহকও পায় না।’

আমানত ও ঋণের দিক থেকে বড় ব্যাংকগুলোতে ঋণ কেলেঙ্কারি হয়েছে উল্লেখ করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘এরপরও এগুলোতে আমানত কমেনি। তার মানে, আমানতকারীরা কোন ব্যাংকে কেলেঙ্কারি হচ্ছে—সেটা দেখে না। একটা অলিখিত নিয়ম দেখেন আমানতকারীরা, ব্যাংকে টাকা রেখে সরকার ও বাংলাদেশ ব্যাংকের সুরক্ষায় ভরসা রাখেন। এখন আমাদের মতো দেশে আমানতকারীর স্বার্থে গ্রাহকের আস্থা ধরে রাখতে ব্যাংক টিকে রাখতে হয়। দু-একটা ব্যাংক ধসে গেলে পুরো ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হবে। তবে সব সময় টিকিয়ে রাখা সম্ভব হবে না।’ 

এ সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রতিবছর খেলাপি ঋণ বাড়ছে। খেলাপি ঋণের বিদ্যমান পরিমাণের বাইরে প্রতিবছর বিরাট অঙ্কের খেলাপি ঋণকে রাইট অব (ঋণ অবলোপন) করা হচ্ছে, যেটা ব্যালেন্স শিট থেকে বাদ দেওয়া হয়। অবলোপন করা এসব ঋণ ব্যালেন্স শিটের অন্তর্ভুক্ত থাকে না বলেই খেলাপি ঋণ হিসেবেও প্রকাশ করা হয় না। পাশাপাশি একটা বড় অঙ্কের খেলাপি ঋণ বিভিন্ন মেয়াদে পুনঃতফসিল করা হয়। এ ক্ষেত্রে গ্রাহক খেলাপি হলেও পুনঃতফসিলের কারণে আর খেলাপি হচ্ছেন না। অথচ বিশ্বের অনেক দেশে খেলাপি হলে তিনি নানা প্রতিবন্ধকতায় মারা যান। ঋণখেলাপি বাড়ি ভাড়া নিতে পারেন না। ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন না। আমাদের খেলাপিরা মহা আনন্দে রয়েছেন। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত