Ajker Patrika

কিটক্যাট চকলেটের দাম ফের বাড়ছে

কিটক্যাট চকলেটের দাম ফের বাড়ছে

সুইজারল্যান্ডের প্যাকেটজাত খাদ্য প্রস্তুতকারক কোম্পানি নেসলে এবার তাদের সব খাবারের দাম বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। খাদ্য উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এমন ইঙ্গিত দিল কোম্পানিটি।

এরই মধ্যে চলতি বছরের প্রথম প্রান্তিকে কিটক্যাট এবং নেসকুইকের দাম ৫ শতাংশের বেশি বাড়িয়েছে নেসলে। এই দাম বৃদ্ধির ফলে বছরের প্রথম প্রান্তিকে নেসলের বিক্রয় প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৬ শতাংশ।

নেসলের মার্ক শ্নেইডার বলেন, উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে চলতি বছর আরও দাম বৃদ্ধি এবং পরিস্থিতি প্রশমনের কিছু ব্যবস্থা নিতে হতে পারে। 

জাতিসংঘের খাদ্য মূল্য সূচক অনুযায়ী, ৬০ বছর আগে এ সূচক চালুর পর থেকে বিশ্বব্যাপী এখন খাদ্যপণ্যের দাম সর্বাধিক। 

এদিকে যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় ৩০ বছরের মধ্যে সবচেয়ে দ্রুত বাড়ছে। যেখানে বিদ্যুৎ, জ্বালানি এবং খাদ্যপণ্যের দাম হু হু করে বাড়ছে, বিপরীতে মানুষ পারিবারিক ব্যয়ের বাজেট সংকোচন শুরু করেছেন।

নেসলে গত মাসে রাশিয়াতে শিশুখাদ্য ও চিকিৎসায় ব্যবহৃত পুষ্টি পণ্যের মতো অতিপ্রয়োজনীয় দ্রব্য ছাড়া কোনো পণ্য বেচবে না বলে ঘোষণা দিয়েছে। এরই মধ্যে তারা দেশটিতে কিটক্যাট এবং নেসকুইকের পাশাপাশি সেখানে নতুন বিনিয়োগ বন্ধ করে দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রতিবাদে পশ্চিমা আরও কয়েকটি কোম্পানি নেসলেকে অনুসরণ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত