নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির তিন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে স্কুল ছুটির পর গোয়ালাবাজারে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করা হয়। ফলে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানকে উদ্দেশ্য করে নানা স্লোগান ও জুতা প্রদর্শন করে শিক্ষার্থীরা।
খবর পেয়ে ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থলে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে।
জানা গেছে, উপজেলার ব্রাহ্মণ গ্রামের গৌছ মিয়ার ছেলে ইমন আহমদ পাপ্পু, আঙ্গুর মিয়ার ছেলে আবু জায়েদ ও করনসী রোড এলাকার সালেহ আহমদের ছেলে আরিফ আহমদের সঙ্গে পূর্ব সিরাজনগর গ্রামের আশিক মিয়ার ছেলে আব্দুল আজিজের মধ্যে মারামারি হয়। পূর্ব শত্রুতার জেরে গত ২৮ আগস্ট বিকেলে গোয়ালাবাজারে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আব্দুল আজিজ ৩১ আগস্ট পাপ্পু, জায়েদ ও আরিফের নাম উল্লেখসহ আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে ওসমানীনগর থানায় মামলা করেন।
মামলা দেওয়ার আগে এমপি মোকাব্বির খানকে আত্মীয় দাবি করে এমপির মাধ্যমেই মামলা করবেন বলে হুমকি দেন আব্দুল আজিজ। এমন খবরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনগণও একাত্মতা প্রকাশ করে।
বিক্ষোভে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী বলে, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের আত্মীয় আব্দুল আজিজ। মোকাব্বির খান নিজের ক্ষমতা দেখানোর জন্য থানার ওসিকে দিয়ে মামলা রেকর্ড করিয়েছেন। নিজে অনিয়ম দুর্নীতি করে প্রশাসনে ক্ষমতার অপব্যবহার করে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিতে নির্দেশ দিয়েছেন এমপি মোকাব্বির খান।
এ বিষয়ে জানতে মামলার বাদী আব্দুল আজিজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কিবরিয়া মিয়া বলেন, ‘শিক্ষার্থীদের সড়ক অবরোধের কথা জেনে সেখানে যাই। উপজেলা আওয়ামী লীগ ও প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছে। বর্তমান এমপি মোকাব্বির খান শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করার জন্য প্রশাসনকে ব্যবহার করেছেন এই ঘটনার নিন্দা জানাই।’
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া বলেন, ‘মামলা যে কারও বিরুদ্ধে হতে পারে। সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের কথামতো প্রশাসনের কর্মকর্তারা না চললে কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সংসদে কথা বলার ভয় দেখিয়ে তদবির বাণিজ্যসহ সরকারের উন্নয়ন বরাদ্দ গিলে খাচ্ছেন তিনি। তাঁর ইন্ধনে প্রশাসন এই মামলা রেকর্ড করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। মোকাব্বির খান প্রশাসনকে ব্যবহার করে যদি কোমলমতি শিক্ষার্থীদের হামলা মামলা দিয়ে হয়রানি করেন তাহলে এর পরিণাম ভালো হবে না। এমপি এখন পর্যন্ত জনগণের কোনো উন্নয়ন করেন নাই। অযোগ্য মানুষকে এমপি করায় দুই উপজেলার বাসিন্দাও কলঙ্কিত। দুর্নীতিগ্রস্তদের নিয়ে এলাকায় একটি লুটপাটের সিন্ডিকেট তৈরি করে অনিয়মগুলোকে নিয়মে পরিণত করার অপচেষ্টা চালাচ্ছেন তিনি।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু বলেন, ‘শিক্ষার্থীরা এমপি মোকাব্বির খানের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে, খবর পেয়ে আমরা এখানে এসেছি। আমার বিশ্বাস থানা পুলিশ মামলার বিষয়টির সুষ্ঠু তদন্ত করবে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। পুলিশ প্রশাসন তাদের হয়রানি করবে না।’
ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, ‘মামলায় অভিযুক্তদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সে তার পরীক্ষা দিতে পারবে। ঘটনার বিষয়টি অধিকতর তদন্ত করা হবে। শিক্ষার্থীরা আমাদের কথায় আন্দোলন স্থগিত করেছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
এ ব্যাপারে বক্তব্য জানতে সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এসএমএস পাঠিয়েও সাড়া মেলেনি।
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির তিন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে স্কুল ছুটির পর গোয়ালাবাজারে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করা হয়। ফলে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানকে উদ্দেশ্য করে নানা স্লোগান ও জুতা প্রদর্শন করে শিক্ষার্থীরা।
খবর পেয়ে ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থলে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে।
জানা গেছে, উপজেলার ব্রাহ্মণ গ্রামের গৌছ মিয়ার ছেলে ইমন আহমদ পাপ্পু, আঙ্গুর মিয়ার ছেলে আবু জায়েদ ও করনসী রোড এলাকার সালেহ আহমদের ছেলে আরিফ আহমদের সঙ্গে পূর্ব সিরাজনগর গ্রামের আশিক মিয়ার ছেলে আব্দুল আজিজের মধ্যে মারামারি হয়। পূর্ব শত্রুতার জেরে গত ২৮ আগস্ট বিকেলে গোয়ালাবাজারে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আব্দুল আজিজ ৩১ আগস্ট পাপ্পু, জায়েদ ও আরিফের নাম উল্লেখসহ আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে ওসমানীনগর থানায় মামলা করেন।
মামলা দেওয়ার আগে এমপি মোকাব্বির খানকে আত্মীয় দাবি করে এমপির মাধ্যমেই মামলা করবেন বলে হুমকি দেন আব্দুল আজিজ। এমন খবরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনগণও একাত্মতা প্রকাশ করে।
বিক্ষোভে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী বলে, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের আত্মীয় আব্দুল আজিজ। মোকাব্বির খান নিজের ক্ষমতা দেখানোর জন্য থানার ওসিকে দিয়ে মামলা রেকর্ড করিয়েছেন। নিজে অনিয়ম দুর্নীতি করে প্রশাসনে ক্ষমতার অপব্যবহার করে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিতে নির্দেশ দিয়েছেন এমপি মোকাব্বির খান।
এ বিষয়ে জানতে মামলার বাদী আব্দুল আজিজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কিবরিয়া মিয়া বলেন, ‘শিক্ষার্থীদের সড়ক অবরোধের কথা জেনে সেখানে যাই। উপজেলা আওয়ামী লীগ ও প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছে। বর্তমান এমপি মোকাব্বির খান শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করার জন্য প্রশাসনকে ব্যবহার করেছেন এই ঘটনার নিন্দা জানাই।’
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া বলেন, ‘মামলা যে কারও বিরুদ্ধে হতে পারে। সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের কথামতো প্রশাসনের কর্মকর্তারা না চললে কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সংসদে কথা বলার ভয় দেখিয়ে তদবির বাণিজ্যসহ সরকারের উন্নয়ন বরাদ্দ গিলে খাচ্ছেন তিনি। তাঁর ইন্ধনে প্রশাসন এই মামলা রেকর্ড করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। মোকাব্বির খান প্রশাসনকে ব্যবহার করে যদি কোমলমতি শিক্ষার্থীদের হামলা মামলা দিয়ে হয়রানি করেন তাহলে এর পরিণাম ভালো হবে না। এমপি এখন পর্যন্ত জনগণের কোনো উন্নয়ন করেন নাই। অযোগ্য মানুষকে এমপি করায় দুই উপজেলার বাসিন্দাও কলঙ্কিত। দুর্নীতিগ্রস্তদের নিয়ে এলাকায় একটি লুটপাটের সিন্ডিকেট তৈরি করে অনিয়মগুলোকে নিয়মে পরিণত করার অপচেষ্টা চালাচ্ছেন তিনি।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু বলেন, ‘শিক্ষার্থীরা এমপি মোকাব্বির খানের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে, খবর পেয়ে আমরা এখানে এসেছি। আমার বিশ্বাস থানা পুলিশ মামলার বিষয়টির সুষ্ঠু তদন্ত করবে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। পুলিশ প্রশাসন তাদের হয়রানি করবে না।’
ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, ‘মামলায় অভিযুক্তদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সে তার পরীক্ষা দিতে পারবে। ঘটনার বিষয়টি অধিকতর তদন্ত করা হবে। শিক্ষার্থীরা আমাদের কথায় আন্দোলন স্থগিত করেছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
এ ব্যাপারে বক্তব্য জানতে সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এসএমএস পাঠিয়েও সাড়া মেলেনি।
ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২৩ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২৫ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
৪১ মিনিট আগেমাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
১ ঘণ্টা আগে