Ajker Patrika

সুনামগঞ্জে ১ কুকুরের কামড়ে ৭ শিশুসহ আহত ২৬, কুকুরকে পিটিয়ে হত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

সুনামগঞ্জের তাহিরপুরে কুকুরের কামড়ে সাত শিশুসহ ২৬ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দুপুরে উপজেলার তাহিরপুর সদরের উজান তাহিরপুর, মধ্য তাহিরপুর, তাহিরপুর বাজার, ভাটি তাহিরপুর, ঠাকুরহাটি ও শাহগঞ্জ এলাকায় একটি কুকুরের আক্রমণে তারা আহত হয়। গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার নারী, শিশুসহ অন্তত ২৬ জন কুকুরের আক্রমণের শিকার হয়েছে। তাদের মধ্যে ১৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

আহত ব্যক্তিরা হলেন স্বর্গজিৎ (৫), তাওহীদ (৩) তৌফিক মিয়া (৪০), তাহি (১২), তাজ মাহমুদ (৩২), ফয়সাল মিয়া (৪৫), পারভেজ মিয়া (১২) রফিক নুর (১৮), তাসিন (৮) চিরশ্রী (৪) আজিমা বেগম (৬০), আয়ান মিয়া (৬), তাজ মাহমুদ (৩২), আসাদ নুর (৬০), সুনীল দাস (৬৫) ও টিটন (৪০)। এর মধ্যে স্বর্গজিৎ (৫) ও ফয়সাল আহমদকে (৪৫) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মধ্য তাহিরপুর গ্রামের সনুকুল দাসের ছেলে শ্রীবাসের পালিত কুকুরের আক্রমণে তারা আহত হয়। আজ বেলা ২টার দিকে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে হত্যা করে।

এ বিষয়ে জানতে চাইলে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান আজকের পত্রিকাকে বলেন, কুকুরের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসাসহ টিকা দেওয়া হয়েছে। গুরুতর আহত দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত