Ajker Patrika

সিলেটে দুই মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১৯: ২৭
সিলেটে দুই মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

সিলেটে হত্যা ও মাদক মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নিজাম উদ্দিন। 

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুলনি চা-বাগানের মৃত মুকুল কুর্মীর ছেলে সুভাস কুর্মী মেটন এবং মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম লাখেরপাড় গ্রামের হাজি শহীদ উদ্দিন ওরফে শহির আলী ছেলে আব্দুল মালিক লিটন। 

মামলা ও আদালতে নথির বরাতে পিপি নিজাম উদ্দিন জানান, ২০২০ সালের ২৯ এপ্রিল রাতে সবিতা মুন্ডা নামে এক নারীকে প্রেমের সম্পর্কের জেরে এবং বিয়ের আশ্বাসে বাড়ি থেকে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন সুভাস। পরদিন সকালে গুলনি চা-বাগানের একটি কাঁঠালগাছ থেকে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় সবিতার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত ওই নারীর ভাই সুরেন মুন্ডা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন। 

অপর দিকে, ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় এক কেজি হেরোইন বহনের দায়ে আব্দুল মালেক লিটনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত