আব্দুল্লাহ আল মারুফ, কামারখন্দ (সিরাজগঞ্জ)
কিছু মানুষ গল্প হয়, আর কিছু মানুষ নিজের জীবনের গল্প দিয়ে বদলে দেয় অন্যদের জীবনও। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম কবিহারের সন্তান রেজাউল করিম তেমনই একজন। একসময়ের হতাশাগ্রস্ত, বেকার যুবক থেকে হয়ে উঠেছেন সমাজ বদলের এক নিঃশব্দ সৈনিক। আজ তিনি শুধু নিজের ভাগ্যই গড়েননি, হয়ে উঠেছেন অন্যের জন্য অনুপ্রেরণা।
রেজাউলের গল্প শুরু হয় একদম নিচু জায়গা থেকে। এসএসসি পাসের পরই অর্থের অভাবে থেমে যায় পড়াশোনার পথ। সংসারের দায়িত্ব, বেকারত্ব, বিয়ের পর বাড়তি চাপ—সব মিলিয়ে জীবন একসময় হয়ে ওঠে ভারী বোঝার মতো। ‘মাঝেমধ্যে মনে হতো, আমি বুঝি পরিবারে একটা বোঝা’—নিজেই বলেন রেজাউল।
২০১৭ সাল তার জীবনে মোড় ঘোরানো এক বছর। সেবার যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের খবর পান। গবাদি পশু পালন, হাঁস-মুরগি, প্রাথমিক চিকিৎসা, মৎস্যচাষ, কৃষি—বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ আর মাত্র ৬০ হাজার টাকার ঋণ নিয়েই শুরু করেন যাত্রা। গরু ও মুরগির খামার দিয়ে ধীরে ধীরে বাড়ে তাঁর আয়। পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়তে থাকে।
পরে গবাদি পশুর চিকিৎসাবিষয়ক তিন মাসের কোর্স করেন। এখন নিজেই দক্ষ পশু চিকিৎসক। তবে তাঁর খামার আর সেখানেই সীমাবদ্ধ নেই। গরু-মুরগির পাশাপাশি রয়েছে মাছের চাষ, কৃষিকাজের নানা পরিকল্পনা। তাঁর সবচেয়ে বড় সম্পদ—মানুষের ভালোবাসা। কারণ তিনি শুধু নিজের জন্য আয় করেন না, সমাজের জন্যও কাজ করেন।
গ্রামে গাছ লাগান এবং বিতরণ করেন। বাল্যবিবাহ, মাদক, জুয়া—এসবের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম চালান। এ কারণেই স্থানীয়রা তাকে ভালোবেসে ডাকেন ‘মানবিক ডাক্তার’।
রেজাউলের বৃদ্ধ বাবা আব্দুল খালেক বলেন, ‘একসময় সংসার চালাতে হিমশিম খেতাম, আজ গর্ব করে বলতে পারি—আমার ছেলের মতো ছেলে কয়জনের হয়?’
রেজাউল বলেন, ‘নিজের জীবন থেকেই বুঝেছি, অসহায়ত্ব কেমন। তাই চাইছি আমার খামারটা আরও বড় হোক। যেন অন্তত ১০-১৫ জন যুবক এখান থেকে উপার্জনের সুযোগ পায়।’
তার প্রতিবেশীরাও বলেন, আগে ভাবতাম এসব প্রশিক্ষণে কিছু হয় না। রেজাউলকে দেখে বিশ্বাস এসেছে—ইচ্ছা থাকলে পথ হয়।
কাজীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলফিকার আলম বলেন, ‘কর্মের উত্তাপে জীবনের জমে থাকা বরফও গলে। রেজাউল তারই এক উজ্জ্বল উদাহরণ। আমি তাঁর প্রকল্প নিজ চোখে দেখে মুগ্ধ হয়েছি। তিনি আমাদের সমাজের একজন আইকন। আমরা তাঁর সাফল্য কামনা করি।’
কিছু মানুষ গল্প হয়, আর কিছু মানুষ নিজের জীবনের গল্প দিয়ে বদলে দেয় অন্যদের জীবনও। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম কবিহারের সন্তান রেজাউল করিম তেমনই একজন। একসময়ের হতাশাগ্রস্ত, বেকার যুবক থেকে হয়ে উঠেছেন সমাজ বদলের এক নিঃশব্দ সৈনিক। আজ তিনি শুধু নিজের ভাগ্যই গড়েননি, হয়ে উঠেছেন অন্যের জন্য অনুপ্রেরণা।
রেজাউলের গল্প শুরু হয় একদম নিচু জায়গা থেকে। এসএসসি পাসের পরই অর্থের অভাবে থেমে যায় পড়াশোনার পথ। সংসারের দায়িত্ব, বেকারত্ব, বিয়ের পর বাড়তি চাপ—সব মিলিয়ে জীবন একসময় হয়ে ওঠে ভারী বোঝার মতো। ‘মাঝেমধ্যে মনে হতো, আমি বুঝি পরিবারে একটা বোঝা’—নিজেই বলেন রেজাউল।
২০১৭ সাল তার জীবনে মোড় ঘোরানো এক বছর। সেবার যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের খবর পান। গবাদি পশু পালন, হাঁস-মুরগি, প্রাথমিক চিকিৎসা, মৎস্যচাষ, কৃষি—বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ আর মাত্র ৬০ হাজার টাকার ঋণ নিয়েই শুরু করেন যাত্রা। গরু ও মুরগির খামার দিয়ে ধীরে ধীরে বাড়ে তাঁর আয়। পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়তে থাকে।
পরে গবাদি পশুর চিকিৎসাবিষয়ক তিন মাসের কোর্স করেন। এখন নিজেই দক্ষ পশু চিকিৎসক। তবে তাঁর খামার আর সেখানেই সীমাবদ্ধ নেই। গরু-মুরগির পাশাপাশি রয়েছে মাছের চাষ, কৃষিকাজের নানা পরিকল্পনা। তাঁর সবচেয়ে বড় সম্পদ—মানুষের ভালোবাসা। কারণ তিনি শুধু নিজের জন্য আয় করেন না, সমাজের জন্যও কাজ করেন।
গ্রামে গাছ লাগান এবং বিতরণ করেন। বাল্যবিবাহ, মাদক, জুয়া—এসবের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম চালান। এ কারণেই স্থানীয়রা তাকে ভালোবেসে ডাকেন ‘মানবিক ডাক্তার’।
রেজাউলের বৃদ্ধ বাবা আব্দুল খালেক বলেন, ‘একসময় সংসার চালাতে হিমশিম খেতাম, আজ গর্ব করে বলতে পারি—আমার ছেলের মতো ছেলে কয়জনের হয়?’
রেজাউল বলেন, ‘নিজের জীবন থেকেই বুঝেছি, অসহায়ত্ব কেমন। তাই চাইছি আমার খামারটা আরও বড় হোক। যেন অন্তত ১০-১৫ জন যুবক এখান থেকে উপার্জনের সুযোগ পায়।’
তার প্রতিবেশীরাও বলেন, আগে ভাবতাম এসব প্রশিক্ষণে কিছু হয় না। রেজাউলকে দেখে বিশ্বাস এসেছে—ইচ্ছা থাকলে পথ হয়।
কাজীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলফিকার আলম বলেন, ‘কর্মের উত্তাপে জীবনের জমে থাকা বরফও গলে। রেজাউল তারই এক উজ্জ্বল উদাহরণ। আমি তাঁর প্রকল্প নিজ চোখে দেখে মুগ্ধ হয়েছি। তিনি আমাদের সমাজের একজন আইকন। আমরা তাঁর সাফল্য কামনা করি।’
ময়মনসিংহ শহরের হরিকিশোর রায়ের ২০০ বছরের পুরোনো স্মৃতিবিজড়িত একটি বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। তাঁর নামানুসারেই রাস্তার নামকরণ করা হয়েছিল হরিকিশোর রায় রোড। বাড়িটি ভেঙে নতুন ভবন করার উদ্যোগ নেয় শিশু একাডেমি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তারা।
২৪ মিনিট আগেসাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তি কেন ক্রোক করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। ঋণখেলাপির দায়ে ব্যাংক এশিয়ার করা মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দিন আজ মঙ্গলবার এই আদেশ দেন।
২ ঘণ্টা আগেপুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) বিবস্ত্র করে এলোপাতাড়ি পেটানোর পর মৃত্যু নিশ্চিত করতে সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করা হয়। তাঁর মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত নৃশংস নির্যাতন চালাতে থাকেন মাহমুদুল হাসান মহিন, সহযোগী মোহাম্মদ নান্নু কাজীসহ (৩৩) আসামিরা। নান্নু কাজীকে
২ ঘণ্টা আগেরাজশাহীর তানোর থানার সামনে থেকে এক যুবককে ধরে প্রেসক্লাবে নিয়ে তল্লাশি করেছেন একদল সাংবাদিক ও স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে মাদকদ্রব্য রাখার অভিযোগ তুলে তাঁকে পুলিশে দেওয়ার ভয় দেখানো হয়। পুলিশে না দেওয়ার জন্য দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। দিতে রাজি না হলে ওই যুবককে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ওই যুবক
২ ঘণ্টা আগে