Ajker Patrika

সীতাকুণ্ডে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
সমুদ্রে ডুবে মারা যাওয়া সিফাত। ছবি: সংগৃহীত
সমুদ্রে ডুবে মারা যাওয়া সিফাত। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর সিফাত (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার সকাল ১০টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সিফাত কক্সবাজারের উখিয়া থানার সেফট আলী এলাকার আমান উল্লাহর ছেলে। সে বাঁশবাড়িয়া ফেরিঘাট অ্যাপ্রোচ সড়কে ঢালাই শ্রমিক হিসেবে কাজ করত।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে সিফাত তার সহকর্মী ও বন্ধু মোবারককে সঙ্গে নিয়ে ঘুরতে যায় বাঁশবাড়িয়া ফেরিঘাটে। এ সময় তারা দুজনে সমুদ্রে গোসলে নামে। সিফাত সাঁতরে সাগরে থাকা একটি ফেরির দিকে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ তীব্র স্রোতের মুখে পড়ে তলিয়ে যায়।

ঘটনার পর ফেরিঘাটে থাকা লোকজন সিফাতকে উদ্ধারের চেষ্টা চালান। তবে প্রবল স্রোতের কারণে তাঁরা ব্যর্থ হন। পরে স্থানীয়রা বিষয়টি কুমিরা ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এর পরও স্রোতের তীব্রতার কারণে নিখোঁজ কিশোরকে খুঁজে পাওয়া যায়নি।

সমুদ্রে ডুবে যাওয়া সিফাতকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি: আজকের পত্রিকা
সমুদ্রে ডুবে যাওয়া সিফাতকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি: আজকের পত্রিকা

পরে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং রাতভর উদ্ধার তৎপরতা চালায়। রাত ২টা থেকে ৫টা পর্যন্ত উত্তাল ঢেউ ও জোয়ারের কারণে অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

রোববার সকাল থেকে আবারও অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। সকাল ১০টার দিকে বাঁশবাড়িয়া ফেরিঘাটসংলগ্ন সমুদ্র উপকূলে সিফাতের মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।

কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ জানান, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও তাদের ইউনিট যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। উত্তাল সাগর ও জোয়ারের কারণে অভিযান চালাতে বেগ পেতে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত