Ajker Patrika

হবিগঞ্জে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ২২: ০১
Thumbnail image

হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজন মারা গেছেন। 

আজ শুক্রবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষি প্রকৌশলী মইনুল ইসলাম রাব্বি (৩০) মারা যান। তিনি চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামের আব্দুল মালেকের ছেলে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল চারজন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুজন চিকিৎসাধীন।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার চাঁনভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাতেই চুনারুঘাট উপজেলার রাজাপুর গ্রামের অটোরিকশাচালক জসিম মিয়া (৩৯), বড় লাদিয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রুমেল আহমেদ (৪০) ও কালিশিরি গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাজমা আক্তার মারা যান।

পুলিশ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ থেকে একটি অটোরিকশায় পাঁচ যাত্রী চুনারুঘাট যাচ্ছিলেন। চাঁনভাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ছাড়া গুরুতর আহত তিনজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কৃষি প্রকৌশলী মইনুল ইসলাম রাব্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত