Ajker Patrika

বজ্রপাতে দুই চা শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৩: ১৯
বজ্রপাতে দুই চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলায় বজ্রপাতে দুই চা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৯টায় উপজেলার ফুলতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফুলতলা বাগানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুইজন শ্রমিকের একজন শ্যামল ভূমিজের মেয়ে ললিতা ভূমিজ (১৩) ও অন্যজন নন্দ ভূমিজের ছেলে রমণ ভূমিজ (২৬)।

জানা যায়, ললিতা এবং পার্শ্ববর্তী ঘরের রমণ বৃষ্টির সময় কাজে যাবেন বলে ঘরের বারান্দায় অপেক্ষা করছিলেন। এসময় বজ্রপাত হলে তারা দু’জনেই মারাত্মক আহত হন। পরিবারের সদস্যরা জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয় উপজেলার ফুলতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য মাহবুব আলম রওশন বলেন, ললিতা ভূমিজের ঘর থেকে একশ মিটার দূরে রমণ ভূমিজের ঘর। বজ্রপাতে দুজনেরই মৃত্যু হয়। আমি খবর পেয়ে তাদের সাথে যোগাযোগ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশ বাড়িতে নিয়ে আসতে বলি। শেষকৃত্য সম্পন্ন করার জন্য তাদের পরিবারকে সহযোগিতা করি।

জুড়ী থানার ওসি সঞ্চয় চক্রবর্তী এ খবর নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত