Ajker Patrika

নবীগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত অর্ধশতাধিক

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
নবীগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের নবীগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আতাউর রহমান (৪৫) নামের এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। গতকাল রোববার সন্ধ্যার ওই দুর্ঘটনায় আহত বাসচালক আজ সোমবার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

নিহত আতাউর রহমান রংপুরের তাজহাট থানার মাহিগঞ্জ এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি সাগরিকা পরিবহনের চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নতুন বাজার এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা শাম্মী ট্রান্সপোর্ট পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। তাতে উভয় বাসের চালকসহ অর্ধশতাধিক যাত্রী আহত হয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহতদের মধ্যে দুই বাসচালকের অবস্থা ছিল আশঙ্কাজনক। আজ সোমবার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগরিকা পরিবহনের চালক আতাউরের মৃত্যু হয়।

এ প্রসঙ্গে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব আজকের পত্রিকাকে বলেন, প্রচণ্ড গরমে সড়কের বিটুমিন গলে যাওয়ায় ও সন্ধ্যায় বৃষ্টি হওয়ায় গতকাল সড়ক পিচ্ছিল হয়ে গিয়েছিল। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে আহত দুই বাসচালকসহ অন্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আজ ভোরে সাগরিকা পরিবহনের চালক আতাউর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত