Ajker Patrika

কুয়াকাটায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পটুয়াখালীর কুয়াকাটায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে তুলাতলি-২ এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ সংঘর্ষ ঘটে।

আহত ব্যক্তিরা হলেন স্থানীয় বাদশা ফরাজী, বাদল ফরাজী, বকুল, রাসেল, মানসুরা, কোহিনুর, মিলন, রুহুল আমিন, ইয়াকুব ও লাইলী। তাঁদের কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বাদশা ফরাজী ও কুদ্দুস ফরাজীর পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। আজ সকালে বাদশার পরিবারের সদস্যরা ওই জমিতে কাজ করছিলেন। এমন সময় কুদ্দুসের পক্ষের কয়েকজন সেখানে এসে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করেন। এ সময় সংঘর্ষ বেধে গেলে স্থানীয় লোকজন এসে আহত ব্যক্তিদের উদ্ধার করেন।

কুয়াকাটা হাসপাতালের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মো. রিয়াজ জানান, আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের মাথা, বুকসহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কলাপাড়ায় স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত