Ajker Patrika

অটোরিকশা চুরি মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫, মালপত্র উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
আপডেট : ১০ মে ২০২৫, ০০: ১০
ফুলবাড়ী উপজেলায় পৌর ছাত্রদলের সদস্যসচিব কাশেম পাপ্পুসহ অটোরিকশা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে চোরাই অটোরিকশার বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা
ফুলবাড়ী উপজেলায় পৌর ছাত্রদলের সদস্যসচিব কাশেম পাপ্পুসহ অটোরিকশা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে চোরাই অটোরিকশার বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পৌর ছাত্রদলের সদস্যসচিব কাশেম পাপ্পুসহ অটোরিকশা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে চোরাই অটোরিকশার বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ মে) বিকেলে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল। বৃহস্পতিবার (৮ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পৌর এলাকার কাঁটাবাড়ি গ্রামের মন্টু মিঞার ছেলে রাশেদ হোসেন ওরফে রাসেল, তেঁতুলিয়া গ্রামের আবুল কালামের ছেলে কাশেম পাপ্পু, বারোকোনা গ্রামের জবেদুল ইসলামের ছেলে মো. সেলিম, তেঁতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম এবং নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে সামিউল আলম রতন। তাঁদের মধ্যে কাশেম পাপ্পু পৌর ছাত্রদলের সদস্যসচিব।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমান বলেন, ‘ব্যক্তির জন্য দলের সুনাম নষ্ট হতে দেওয়া হবে না। কাশেম পাপ্পু যে কাজ করেছে, তার বিষয়টি জেলা সভাপতি ও সম্পাদক অবগত রয়েছেন। দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, ৪ মে পৌর এলাকার কাঁটাবাড়ি বাংলা স্কুলের সামনে থেকে অটোরিকশাচালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে অটোরিকশা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বিরামপুর উপজেলার দক্ষিণ শাহাবাজপুর গ্রামের মজিবর রহমানের ছেলে শাহিন রানা ৬ জনের নামে ফুলবাড়ী থানায় মামলা করেন। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ইজিবাইকের ৬টি ব্যাটারিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে ইতিপূর্বে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক অনেক অভিযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত