Ajker Patrika

কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৫: ২৫
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে সাহারা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) পুলিশ সদস্য আ. মালেক ও রেলওয়ের কর্মচারী মো. নাহিদ জানান, সাহারা বেগম স্টেশন এলাকায় থাকতেন। আজ সকালে ২ নম্বর প্ল্যাটফর্মে রেললাইন পার হচ্ছিলেন তিনি। এ সময় ট্রেনের নিচে কাটা পড়েন। খবর পেয়ে তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

মৃত নারীর ছেলে বিকচান জানান, তাঁদের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার মেদিপাথরকাটা গ্রামে। বর্তমানে মা ও এক ছেলেশিশুকে নিয়ে কমলাপুর স্টেশনেই থাকতেন। সকালে লোক মারফত জানতে পারেন, তাঁর মা স্টেশনে ট্রেনে কাটা পড়েছেন। পরে হাসপাতালে এসে মায়ের লাশ দেখতে পান।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত