Ajker Patrika

সাঁথিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়া উপজেলার পাগলা গ্রামের শাকিল হোসেনের স্ত্রী খাদিজাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ছবি: আজকের পত্রিকা
পাবনার সাঁথিয়া উপজেলার পাগলা গ্রামের শাকিল হোসেনের স্ত্রী খাদিজাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ছবি: আজকের পত্রিকা

পাবনার সাঁথিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। নিহত গৃহবধূ উপজেলার পাগলা গ্রামের শাকিল হোসেনের স্ত্রী খাদিজা (২৩)। তিনি আত্রাইশুকা গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।

জানা যায়, শুক্রবার (৯ মে) বিকেলে এলাকাবাসী ওই বাড়ির সব ঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে খাদিজার ঘর থেকে তাঁরা তাঁর মরদেহ উদ্ধার করেন। এ সময় স্বামী শাকিল ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না।

নিহত খাদিজার ভাই রকি হোসেন বলেন, ‘বিয়ের পর থেকেই আমার বোনকে তার শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা শারীরিক নির্যাতন করে আসছিল। শুক্রবার সকালে আমার বোনের স্বামী শাকিল খাদিজাকে মারপিট করে। পরে পরিবারের অন্য সদস্যরা তাকে মারপিট করলে খাদিজা মারা যায়। তার শরীরে মারপিটের চিহ্ন রয়েছে। আমরা এর বিচার চাই।’ তিনি জানান, প্রায় ১ বছর আগে পাগলা গ্রামের আবুল কালামের ছেলে শাকিলের সঙ্গে খাদিজার বিয়ে হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত