হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জে এসি ল্যান্ড পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এতে সহযোগিতার জন্য কফিল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে পৌরসভার ভূঁইয়া মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত কফিল উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আজ সকালে কফিল উদ্দিনের মোবাইল ফোনে প্রতারক চক্রের এক সদস্য ফোন করে উপজেলার এসি ল্যান্ড পরিচয় দিয়ে বাজারের কয়েকটি ব্যবসায়ীদের নম্বর চান। এ সময় কফিল উদ্দিন বাজারের লঞ্চঘাট এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের আইসক্রিম ফ্যাক্টরিতে গিয়ে তাঁর মোবাইল দিয়ে জাহাঙ্গীর আলামের ভাতিজা আপন মিয়াকে আলাপ করিয়ে দেন।
ওই ব্যক্তি নিজেকে এসি ল্যান্ড পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালতে চার লাখ টাকা জরিমানার ভয় দেখায় আপন মিয়াকে। জরিমানা থেকে রক্ষা পেতে আপন মিয়া ফোনের অপর পাশের ব্যক্তির চাহিদা অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে একটি নম্বরে ৩২ হাজার টাকা এবং আরেকটি নম্বরে ১৮ হাজার টাকা পাঠান।
বিষয়টি নিয়ে সন্দেহ হলে জাহাঙ্গীর আলম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের কাছে অভিযোগ করেন। এমন অভিযোগের ভিত্তিতে শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন যাবৎ একটি প্রতারক চক্র প্রশাসনের নাম ব্যবহার করে সাধারণ ব্যবসায়ীদের টার্গেট করে প্রতারণা করার চেষ্টা করে আসছে। আমরা বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি এবং সবাইকে সচেতন থাকার জন্য বলা হয়েছে।’
আজ বিষয়টি জানার পর তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতারকদের সহযোগিতা করার কারণে কফিল উদ্দিন নামের একজনকে জরিমানা করা হয়েছে। যাঁরা প্রতারিত হয়েছেন তাঁদের থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
হবিগঞ্জের আজমিরীগঞ্জে এসি ল্যান্ড পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এতে সহযোগিতার জন্য কফিল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে পৌরসভার ভূঁইয়া মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত কফিল উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আজ সকালে কফিল উদ্দিনের মোবাইল ফোনে প্রতারক চক্রের এক সদস্য ফোন করে উপজেলার এসি ল্যান্ড পরিচয় দিয়ে বাজারের কয়েকটি ব্যবসায়ীদের নম্বর চান। এ সময় কফিল উদ্দিন বাজারের লঞ্চঘাট এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের আইসক্রিম ফ্যাক্টরিতে গিয়ে তাঁর মোবাইল দিয়ে জাহাঙ্গীর আলামের ভাতিজা আপন মিয়াকে আলাপ করিয়ে দেন।
ওই ব্যক্তি নিজেকে এসি ল্যান্ড পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালতে চার লাখ টাকা জরিমানার ভয় দেখায় আপন মিয়াকে। জরিমানা থেকে রক্ষা পেতে আপন মিয়া ফোনের অপর পাশের ব্যক্তির চাহিদা অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে একটি নম্বরে ৩২ হাজার টাকা এবং আরেকটি নম্বরে ১৮ হাজার টাকা পাঠান।
বিষয়টি নিয়ে সন্দেহ হলে জাহাঙ্গীর আলম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের কাছে অভিযোগ করেন। এমন অভিযোগের ভিত্তিতে শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন যাবৎ একটি প্রতারক চক্র প্রশাসনের নাম ব্যবহার করে সাধারণ ব্যবসায়ীদের টার্গেট করে প্রতারণা করার চেষ্টা করে আসছে। আমরা বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি এবং সবাইকে সচেতন থাকার জন্য বলা হয়েছে।’
আজ বিষয়টি জানার পর তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতারকদের সহযোগিতা করার কারণে কফিল উদ্দিন নামের একজনকে জরিমানা করা হয়েছে। যাঁরা প্রতারিত হয়েছেন তাঁদের থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
রাজধানীর উত্তরা পূর্ব থানায় শিলা আক্তার নামের এক নারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ২৭১ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার ১৬৫ নম্বর আসামি গাজীপুর মহানগরীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ হোসেন বকুল। তিনি অভিযোগ করেছেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
৩ ঘণ্টা আগেমাটির বুদ্ধ। সাধারণত মহামতি গৌতম বুদ্ধকে যে ধ্যানস্থ বসার ভঙ্গিতে দেখা যায়, এটি তেমন নয়। মাথা কাত করে এক পাশে হাতের দিকে এলিয়ে দেওয়া। আছে সুই–সুতা দিয়ে তৈরি করা বুদ্ধের চিত্র। ছাই দিয়েও আঁকা হয়েছে তাঁর ছবি।
৩ ঘণ্টা আগেপাওনাদারদের ভয়ে আত্মগোপনে ছিলেন আবদুর রহিম। এর মধ্যে চট্টগ্রামের চাক্তাই খালে এক ব্যক্তির লাশ মিললে সেটি তাঁর বলে শনাক্ত করে দাফন করেন পরিবারের সদস্যরা। এবার সেই রহিমকে জীবিত খুঁজে পেয়েছে পুলিশ।
৩ ঘণ্টা আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চট্টগ্রামের সীমান্তবর্তী হওয়ায় আশপাশের আরও তিন উপজেলার রোগীরা এখানে ভিড় করেন। ৩১ শয্যার এই হাসপাতাল ২০২১ সালে ৫০ শয্যায় উত্তীর্ণ হলেও এখনো জনবল রয়ে গেছে আগের হিসাবেই। কিন্তু সেই অনুযায়ী ১০১ জন থাকার কথা থাকলেও কর্মরত আছেন ৫০ জন। ফলে জনবলসংকটে
৩ ঘণ্টা আগে