হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জে এসি ল্যান্ড পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এতে সহযোগিতার জন্য কফিল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে পৌরসভার ভূঁইয়া মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত কফিল উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আজ সকালে কফিল উদ্দিনের মোবাইল ফোনে প্রতারক চক্রের এক সদস্য ফোন করে উপজেলার এসি ল্যান্ড পরিচয় দিয়ে বাজারের কয়েকটি ব্যবসায়ীদের নম্বর চান। এ সময় কফিল উদ্দিন বাজারের লঞ্চঘাট এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের আইসক্রিম ফ্যাক্টরিতে গিয়ে তাঁর মোবাইল দিয়ে জাহাঙ্গীর আলামের ভাতিজা আপন মিয়াকে আলাপ করিয়ে দেন।
ওই ব্যক্তি নিজেকে এসি ল্যান্ড পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালতে চার লাখ টাকা জরিমানার ভয় দেখায় আপন মিয়াকে। জরিমানা থেকে রক্ষা পেতে আপন মিয়া ফোনের অপর পাশের ব্যক্তির চাহিদা অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে একটি নম্বরে ৩২ হাজার টাকা এবং আরেকটি নম্বরে ১৮ হাজার টাকা পাঠান।
বিষয়টি নিয়ে সন্দেহ হলে জাহাঙ্গীর আলম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের কাছে অভিযোগ করেন। এমন অভিযোগের ভিত্তিতে শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন যাবৎ একটি প্রতারক চক্র প্রশাসনের নাম ব্যবহার করে সাধারণ ব্যবসায়ীদের টার্গেট করে প্রতারণা করার চেষ্টা করে আসছে। আমরা বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি এবং সবাইকে সচেতন থাকার জন্য বলা হয়েছে।’
আজ বিষয়টি জানার পর তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতারকদের সহযোগিতা করার কারণে কফিল উদ্দিন নামের একজনকে জরিমানা করা হয়েছে। যাঁরা প্রতারিত হয়েছেন তাঁদের থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
হবিগঞ্জের আজমিরীগঞ্জে এসি ল্যান্ড পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এতে সহযোগিতার জন্য কফিল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে পৌরসভার ভূঁইয়া মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত কফিল উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আজ সকালে কফিল উদ্দিনের মোবাইল ফোনে প্রতারক চক্রের এক সদস্য ফোন করে উপজেলার এসি ল্যান্ড পরিচয় দিয়ে বাজারের কয়েকটি ব্যবসায়ীদের নম্বর চান। এ সময় কফিল উদ্দিন বাজারের লঞ্চঘাট এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের আইসক্রিম ফ্যাক্টরিতে গিয়ে তাঁর মোবাইল দিয়ে জাহাঙ্গীর আলামের ভাতিজা আপন মিয়াকে আলাপ করিয়ে দেন।
ওই ব্যক্তি নিজেকে এসি ল্যান্ড পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালতে চার লাখ টাকা জরিমানার ভয় দেখায় আপন মিয়াকে। জরিমানা থেকে রক্ষা পেতে আপন মিয়া ফোনের অপর পাশের ব্যক্তির চাহিদা অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে একটি নম্বরে ৩২ হাজার টাকা এবং আরেকটি নম্বরে ১৮ হাজার টাকা পাঠান।
বিষয়টি নিয়ে সন্দেহ হলে জাহাঙ্গীর আলম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের কাছে অভিযোগ করেন। এমন অভিযোগের ভিত্তিতে শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন যাবৎ একটি প্রতারক চক্র প্রশাসনের নাম ব্যবহার করে সাধারণ ব্যবসায়ীদের টার্গেট করে প্রতারণা করার চেষ্টা করে আসছে। আমরা বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি এবং সবাইকে সচেতন থাকার জন্য বলা হয়েছে।’
আজ বিষয়টি জানার পর তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতারকদের সহযোগিতা করার কারণে কফিল উদ্দিন নামের একজনকে জরিমানা করা হয়েছে। যাঁরা প্রতারিত হয়েছেন তাঁদের থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৭ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৯ ঘণ্টা আগে