Ajker Patrika

সাবেক কৃষিমন্ত্রী শহীদসহ আ.লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর নামে মামলা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ৫১
Thumbnail image

মৌলভীবাজারে সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতা–কর্মীর নামে দুটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আমলি আদালতে এই মামলা করা হয়। 

শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার ও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহদাত হোসেন পৃথকভাবে মামলা দায়ের করেন। আদালতে মামলা করার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাদীরা। 

সাবেক সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ ছাড়াও মামলা দুটির আসামিরা হলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভানুলাল রায়, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দ্র কুমার দেব ও সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্রসহ অর্ধশতাধিক নেতা-কর্মী। এ ছাড়া মামলায় অর্ধশতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কৃষিমন্ত্রীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হুকুমে ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, নগদ অর্থ, স্বর্ণালংকার লুটপাট ও মারধর করে জখম করেন। এসব ঘটনায় মামলা দুটি করা হয়েছে। 

আদালত দুই মামলা আমলে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে এখনো কোনো মামলার কাগজ আসেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত