বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এর আগে তাঁরা স্কুলের জায়গার লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে আত্মসাৎ করেছেন।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সহসভাপতি নজরুল ইসলাম স্থানীয় দুই প্রভাবশালী আব্দুন নুর ও ফাওদুল ইসলামের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নামে ৫৩ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে ২৯ শতাংশের ওপর নির্মিত একাডেমিক ভবনে চলছে শ্রেণি কার্যক্রম। এর পাশে ২৪ শতাংশ জমির ওপর রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি। ওই জমি স্থানীয় প্রভাবশালী আব্দুন নুর ও তাঁর ছেলে ফাওদুল ইসলামের বসতবাড়ির সামনে হওয়ায় তাঁদের দৃষ্টি পড়ে।
গত ৩ ডিসেম্বর পিতা-পুত্র মিলে জোরপূর্বক স্কুলের জমির লক্ষাধিক টাকার গাছ কেটে নেন। প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির বাধা-নিষেধ সত্ত্বেও তাঁরা গত ১২ ডিসেম্বর স্কুলের জমি দখল করে মার্কেট নির্মাণের কাজ শুরু করেন। এতে এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা দেখা দিলে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ব্যাপারে আব্দুন নুর ও তার ছেলে ফাওদুল ইসলাম বলেন, তাঁরা জালাল উদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে জমি বিনিময় সূত্রে মালিক হয়ে ওই জমিতে মার্কেট নির্মাণ করছেন। তবে তাঁদের নামে ওই জমির রেজিস্ট্রেশনকৃত কোনো দলিল নেই।
স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘বসতবাড়ির সামনে হওয়ায় তাঁরা সরকারি জমির গাছ আত্মসাতের পর জোরপূর্বক মার্কেট নির্মাণ করছেন। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আসন্ন শীতকালীন বন্ধের সময় স্কুলের জমি বেদখল হওয়ার আশঙ্কা রয়েছে।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিয়েছি।’
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এর আগে তাঁরা স্কুলের জায়গার লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে আত্মসাৎ করেছেন।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সহসভাপতি নজরুল ইসলাম স্থানীয় দুই প্রভাবশালী আব্দুন নুর ও ফাওদুল ইসলামের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নামে ৫৩ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে ২৯ শতাংশের ওপর নির্মিত একাডেমিক ভবনে চলছে শ্রেণি কার্যক্রম। এর পাশে ২৪ শতাংশ জমির ওপর রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি। ওই জমি স্থানীয় প্রভাবশালী আব্দুন নুর ও তাঁর ছেলে ফাওদুল ইসলামের বসতবাড়ির সামনে হওয়ায় তাঁদের দৃষ্টি পড়ে।
গত ৩ ডিসেম্বর পিতা-পুত্র মিলে জোরপূর্বক স্কুলের জমির লক্ষাধিক টাকার গাছ কেটে নেন। প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির বাধা-নিষেধ সত্ত্বেও তাঁরা গত ১২ ডিসেম্বর স্কুলের জমি দখল করে মার্কেট নির্মাণের কাজ শুরু করেন। এতে এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা দেখা দিলে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ব্যাপারে আব্দুন নুর ও তার ছেলে ফাওদুল ইসলাম বলেন, তাঁরা জালাল উদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে জমি বিনিময় সূত্রে মালিক হয়ে ওই জমিতে মার্কেট নির্মাণ করছেন। তবে তাঁদের নামে ওই জমির রেজিস্ট্রেশনকৃত কোনো দলিল নেই।
স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘বসতবাড়ির সামনে হওয়ায় তাঁরা সরকারি জমির গাছ আত্মসাতের পর জোরপূর্বক মার্কেট নির্মাণ করছেন। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আসন্ন শীতকালীন বন্ধের সময় স্কুলের জমি বেদখল হওয়ার আশঙ্কা রয়েছে।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিয়েছি।’
রিয়েল এস্টেট কোম্পানির নামে জমি ও ফ্ল্যাটে বিনিয়োগে মুনাফা দেওয়ার কথা বলে, কখনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। এ জন্য রাজধানী ঢাকা, সাভার, ময়মনসিংহ ও রংপুরে খোলা হয়েছিল কার্যালয়। বিনিয়োগকারীদের অভিযোগ, এখন তাদের আর পাওয়া যাচ্ছে না। চক্রটি হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা
৫ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে সরকারি অর্থ বরাদ্দের টাকায় মুক্তেশ্বরী নদী খুঁড়ে বালু তুলে মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্নার তত্ত্বাবধানেই চলছে এ কাজ। তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও বলেছেন, নদী থেকে নয়, বালু কিনে এনে মাঠ ভরাট করা
৫ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। বিভিন্ন আকার ও ডিজাইনের নৌকা সাজানো সেখানে। এটি আসলে নৌকার হাট। নির্দিষ্ট জায়গা ছাড়িয়ে হাটসংলগ্ন ডি এন পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠেও বেচাকেনা হচ্ছে।
৫ ঘণ্টা আগে‘ওর বাবার চোখের সামনেই বিমানটা ভাইঙ্গা পড়ছে। নিচতলায় তখন শুধু আগুন। দোতলায় ধোঁয়া। দরজা বন্ধ। আর্মির সাথে মিল্লা দোতলার পিছনের গ্রিল ভাইঙ্গা উনি মেয়েটারে বাইর করছেন।’ বলছিলেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী সামিয়া আহমেদের মা শিউলি আক্তার।
৫ ঘণ্টা আগে