Ajker Patrika

তাহিরপুরে দেড় হাজার পরিবারের পাশে ‘টুগেদার ফর বাংলাদেশ’

অনলাইন ডেস্ক
তাহিরপুরে দেড় হাজার পরিবারের পাশে ‘টুগেদার ফর বাংলাদেশ’

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে ১৫০০ এর বেশি পরিবারকে খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছে ‘টুগেদার ফর বাংলাদেশ’। এছাড়াও কনকর্ড ফার্মাসিউটিক্যালস ত্রাণে ওষুধ সরবরাহের পাশাপাশি, তাদের সঙ্গে একাগ্রভাবে অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। 

বন্যা পূর্বাভাস এবং সতর্কতা কেন্দ্র থেকে জানা যায়, সুনামগঞ্জ এর প্রায় নব্বই শতাংশ জায়গা তলিয়ে গেছে। এর মধ্যে তাহিরপুর এলাকার অবস্থা বেশ সংকটাপন্ন। দোকানপাট সব বন্ধ এবং বন্যায় তলিয়ে গেছে হাজার হাজার একর ধানি জমি। আনুমানিক ২৪০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। 

এমন অবস্থায় ‘টুগেদার ফর বাংলাদেশ’ প্রতিষ্ঠানটির পরিচালক, এস এম নাজমুস সাকিবের পরিচালনায় ১৪ জনের একটি স্বেচ্ছাসেবী দল নিয়ে শুরু করেছে সুনামগঞ্জ, তাহিরপুরে ত্রাণ বিতরণ কর্মসূচি। টুগেদার ফর বাংলাদেশ তাহিরপুর উপজেলার জনগণের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া আমরা বন্যার্ত গ্রামবাসীর জন্য শুকনো খাবার, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। 

এছাড়া বন্যায় অনেকেই গৃহহীন হয়ে পড়েছে। এমতাবস্থায় দেশবাসীর কাছে আমার অনুরোধ যতটা সম্ভব তহবিল সংগ্রহ করুন এবং তাদের পুনর্বাসনে এগিয়ে আসুন। এতে করে আমরা সাম্প্রতিক বন্যা মোকাবিলা করতে পারি বলেছেন টুগেদার ফর বাংলাদেশের পরিচালক এস এম নাজমুস সাকিব।

‘টুগেদার ফর বাংলাদেশ’ একটি যুব স্বেচ্ছাসেবী সংগঠন। যা করোনা মহামারির সময়ে ২০২০ সাল থেকে সক্রিয়ভাবে কাজ করছে। তাদের সফল কার্যক্রম যেমন সুবিধাবঞ্চিত শিশুদের কাপড়, শীতবস্ত্র বিতরণ, করোনায় মাস্ক বিতরণ ও সচেতনতা কর্মসূচি, পুরান ঢাকার ঐতিহ্য রক্ষা, প্রাণী ও ঘোড়াদের মাসব্যাপী খাদ্য বিতরণ ইত্যাদি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত