Ajker Patrika

জাতীয় পার্টি ও বিদ্রোহী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৩, ২১: ৪৬
জাতীয় পার্টি ও বিদ্রোহী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাঁরা হলেন জাতীয় পার্টির প্রার্থী আতাউর রহমান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর হারুন রাশীদ। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার। 

মুরাদ উদ্দিন বলেন, নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনে মোট প্রাপ্ত ভোটের এক-অষ্টমাংশ অর্থাৎ ৮ ভাগের ১ ভাগের কম ভোট যদি কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। উপনির্বাচনের মোট ৪৫ হাজার ৬২০ ভোট প্রদান করা হয়েছে। ফলে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি ৫ হাজার ৭০২ ভোটের চেয়ে কম ভোট পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে। 

মুরাদ উদ্দিন আরও বলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত মো. নুরুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ২১২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তালহা আলম পান ১১ হাজার ২০৩ ভোট ও জমিয়ত উলামায়ে ইসলামের প্রার্থী আব্দুল কাইয়ুম কামালি সিতু পেয়েছেন ৬ হাজার ১৪৪ ভোট। সুতরাং মোট ভোটের ৮ ভাগের ১ ভাগের বেশি ভোট পেয়েছেন। ফলে তাঁদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে না। তবে অপর ২ প্রার্থী নির্বাচনী আইন অনুযায়ী মোট ভোটের এক-অষ্টমাংশের কম অর্থাৎ ৫ হাজার ৭০২ ভোটের কম পাওয়ায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হবে।   

উল্লেখ্য, গেল বছরের ২৬ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন মারা যাওয়ায় গত বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত