Ajker Patrika

চিনি ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কারাগারে 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১০: ০৪
চিনি ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কারাগারে 

সুনামগঞ্জে চিনির বস্তা ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার জেলা ছাত্রলীগের সহসম্পাদক মেহেদী হাসান সাকিবকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার তাঁকে আদালতে তোলা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে পুরান বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর থানার পুলিশ।

সাকিব সুনামগঞ্জ সদর থানার আরপিননগরের নাছির উদ্দীন ওরফে মুছব্বিরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সুনামগঞ্জ সদর থানার এসআই হাবিবুর রহমান।

চিনি ছিনতাইয়ের ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন বিশ্বম্ভপুর উপজেলার চেংবিলের মো. আকবর আলীর ছেলে ও ব্যবসায়ী মানিক মিয়া। 

জানা গেছে, গত ৪ জুলাই সুনামগঞ্জ সদরের মল্লিকপুর বিজিবি ক্যাম্প এলাকায় ৮টি ৫০ কেজি ওজনের চিনির বস্তা ছিনতাই হয়।

সিএনজিচালিত অটোরিকশায় করে চিনি বিক্রির জন্য বিশ্বম্ভপুরের মথুরকান্দি বাজার থেকে সুনামগঞ্জ পৌর শহরে নিয়ে যাওয়া হচ্ছিল।
পথে মুদিদোকানি মানিককে ও অটোরিকশাচালক কামরুলকে হাজীপাড়া এলাকায় একটি চায়ের দোকানে নিয়ে মারধর করে অটোরিকশায় থাকা চিনির বাস্তা নিয়ে পালিয়ে যান সাকিবসহ অজ্ঞাত আসামিরা। পরে মামলা হলে পুলিশ সিসিটিভির ফুটেজ থেকে ছিনতাইয়ের ঘটনায় সাকিবের জড়িত থাকার প্রমাণ মিললে তাঁকে গ্রেপ্তার করে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো.হাবিবুর বলেন, মেহেদী হাসান সাকিব নামে একজনকে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে পুরান বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করেছি। ডিবি পুলিশের সহায়তায় সিসিটিভি ফুটেজ থেকে ছিনতাইয়ের ঘটনায় সাকিবের জড়িত থাকার প্রমাণ পেলে রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক অবস্থায় এ ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তিনি স্বীকার করেছেন।

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে আজকের পত্রিকাকে বলেন, সাকিব জেলা ছাত্রলীগের সহসম্পাদক। তিনি চিনি ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত