Ajker Patrika

২ হাজার লিটার তেল জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রি, ক্রেতার ভিড়

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১৫: ৫৬
২ হাজার লিটার তেল জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রি, ক্রেতার ভিড়

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের গোডাউনে অবৈধভাবে মজুত করে রাখা ২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে উপস্থিত লোকদের মধ্যে বিক্রি করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েক হাজার মানুষ ন্যায্যমূল্যে তেল কেনার জন্য সেখানে ভিড় করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পালের নেতৃত্বে চুনারুঘাট মধ্য বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তেল জব্দ করে উপস্থিত লোকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি শুরু করলে সেখানে কয়েক হাজার মানুষ জড়ো হন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপস্থিত লোকদের মধ্যে তেল বিক্রি করা হয়। মজুত তেল শেষ হয়ে যাওয়ার পর অনেক মানুষ সেখান থেকে ফিরে যান। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল বলেন, নিবারণ স্টোর নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে ৫ লিটার, ২ লিটার ও ১ লিটার বোতলের প্রায় ২ হাজার লিটার তেল মজুত পাওয়া যায়। খবর পেয়ে সেখানে কয়েক হাজার মানুষ ভিড় করলে জব্দ তেল ন্যায্যমূল্যে বিক্রি করে দেওয়া হয়। 

ম্যাজিস্ট্রেট আরও বলেন, দোকানের মালিক এসব তেল আগের মূল্যে কিনে রাখলেও নতুন বর্ধিত দামে বিক্রির জন্য মজুত করে রেখেছিলেন। ভবিষ্যতে এমন দুর্নীতি না করার জন্যও তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত