সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ও ভারতের মেঘালয়ে অতিবৃষ্টির কারণে উজান থেকে ঢল নামছে। এতে সীমান্তবর্তী জাদুকাটা ও ধোপাজান নদী দিয়ে বিভিন্ন হাওরে ঢলের পানি প্রবেশ করছে। এ কারণে বালু-পাথর তোলার শ্রমিকেরা বিপাকে পড়েছেন। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, পানি বাড়া অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিতে পারে।
পাউবো থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে আজ বুধবার রাত ৯টা পর্যন্ত সুনামগঞ্জে ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের চেরাপুঞ্জিতে রেকর্ড হয়েছে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি ৯১ সেন্টিমিটার বেড়েছে।
এদিকে আজ সন্ধ্যা পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি বাড়া অব্যাহত ছিল। আগামী ৭২ ঘণ্টা ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির তৈরি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে পাউবো।
সুনামগঞ্জে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, ‘সীমান্তবর্তী জাদুকাটা ও ধোপাজান নদী বেয়ে ঢলের পানি বিভিন্ন হাওরে প্রবেশ করছে। ভারতের চেরাপুঞ্জিতে যদি ৭২ ঘণ্টা অব্যাহত বৃষ্টিপাত হয়। তাহলে আমাদের এই অঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিতে পারে।’
আজ সকালে জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী দিয়ে প্রবল বেগে ঢল আসায় নদী তীরবর্তী শাহিদাবাদ গ্রামের কিছু অংশ ভাঙনের কবলে পড়ে। এভাবে ঢল অব্যাহত থাকলে আরও ভাঙনের সৃষ্টি হওয়ার শঙ্কায় রয়েছেন এলাকাবাসী।
তাহিরপুরের শাহিদাবাদ গ্রামের এরাশদ মিয়া বলেন, ‘হঠাৎ ঢলের পানি এসে আমাদের গ্রামের কিছু অংশ ভাঙনের কবলে পড়েছে। জাদুকাটা নদীতে ঢলের পানি আসায় নদীতে বালু-পাথর তোলার সঙ্গে জড়িত প্রায় ৩০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। নদীতে ঢল থাকায় ঝুঁকি নিয়ে কেউই কাজে যাচ্ছেন না।’
তাহিরপুরের লাউড়ের গড় গ্রামের বালুশ্রমিক মাসুক মিয়া বলেন, ‘হঠাৎ কইরা ঢল আইছে। আমরা কাজে যেতে পারছি না। নদীতে স্রোত বেশি। এই অবস্থায় আমরা কাজ কর্মহীন আছি।’
ঢলের পানি হাওরে ঢুকছে বলে জানান পাউবোর আরেক নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। তিনি বলেন, ‘এখন যেহেতু হাওর ফাঁকা আছে সেহেতু ঢলের পানি হাওরের দিকে যাবে। তবে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।’
সুনামগঞ্জে ও ভারতের মেঘালয়ে অতিবৃষ্টির কারণে উজান থেকে ঢল নামছে। এতে সীমান্তবর্তী জাদুকাটা ও ধোপাজান নদী দিয়ে বিভিন্ন হাওরে ঢলের পানি প্রবেশ করছে। এ কারণে বালু-পাথর তোলার শ্রমিকেরা বিপাকে পড়েছেন। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, পানি বাড়া অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিতে পারে।
পাউবো থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে আজ বুধবার রাত ৯টা পর্যন্ত সুনামগঞ্জে ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের চেরাপুঞ্জিতে রেকর্ড হয়েছে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি ৯১ সেন্টিমিটার বেড়েছে।
এদিকে আজ সন্ধ্যা পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি বাড়া অব্যাহত ছিল। আগামী ৭২ ঘণ্টা ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির তৈরি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে পাউবো।
সুনামগঞ্জে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, ‘সীমান্তবর্তী জাদুকাটা ও ধোপাজান নদী বেয়ে ঢলের পানি বিভিন্ন হাওরে প্রবেশ করছে। ভারতের চেরাপুঞ্জিতে যদি ৭২ ঘণ্টা অব্যাহত বৃষ্টিপাত হয়। তাহলে আমাদের এই অঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিতে পারে।’
আজ সকালে জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী দিয়ে প্রবল বেগে ঢল আসায় নদী তীরবর্তী শাহিদাবাদ গ্রামের কিছু অংশ ভাঙনের কবলে পড়ে। এভাবে ঢল অব্যাহত থাকলে আরও ভাঙনের সৃষ্টি হওয়ার শঙ্কায় রয়েছেন এলাকাবাসী।
তাহিরপুরের শাহিদাবাদ গ্রামের এরাশদ মিয়া বলেন, ‘হঠাৎ ঢলের পানি এসে আমাদের গ্রামের কিছু অংশ ভাঙনের কবলে পড়েছে। জাদুকাটা নদীতে ঢলের পানি আসায় নদীতে বালু-পাথর তোলার সঙ্গে জড়িত প্রায় ৩০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। নদীতে ঢল থাকায় ঝুঁকি নিয়ে কেউই কাজে যাচ্ছেন না।’
তাহিরপুরের লাউড়ের গড় গ্রামের বালুশ্রমিক মাসুক মিয়া বলেন, ‘হঠাৎ কইরা ঢল আইছে। আমরা কাজে যেতে পারছি না। নদীতে স্রোত বেশি। এই অবস্থায় আমরা কাজ কর্মহীন আছি।’
ঢলের পানি হাওরে ঢুকছে বলে জানান পাউবোর আরেক নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। তিনি বলেন, ‘এখন যেহেতু হাওর ফাঁকা আছে সেহেতু ঢলের পানি হাওরের দিকে যাবে। তবে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।’
হায়দার আলী ভবনের সামনে হাজারো মানুষ, তিন পাশে শিক্ষার্থীদের মানবদেয়াল। দূর থেকে হাজার চোখ উঁকি দিচ্ছে ভবনের দিকে। প্রশিক্ষণ বিমানের আঘাতে এফোঁড়-ওফোঁড় হওয়া ভবনের বিশাল জায়গাজুড়ে দেয়ালে ক্ষত। মেঝের নিচে বিশাল গর্ত। সেই গর্তে জমে রয়েছে পানি। ভবনটির সামনে ছড়ানো-ছিটানো শিক্ষার্থীদের পোড়া বই, লেখা...
১ ঘণ্টা আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি একাডেমিক ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রশিক্ষণে নিরাপত্তাঝুঁকি এড়াতে ঢাকার বাইরের এয়ারফিল্ডগুলো ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, ঢাকার বাইরে পড়ে থাকা ছয়টি এয়ারফিল্ড সামরিক প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হলে...
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তে আহত ও নিহতদের একটি বিস্তারিত তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ও মৃতদের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মোট ৬৭ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ২৯ জন মৃত্যুবরণ করেছেন।
১ ঘণ্টা আগে২০২০ সালে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদীটি খনন করে নাব্যতা ফিরিয়ে আনা হয়। কিন্তু এখন আবার সেই নদীতেই চলছে বেপরোয়া বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, টোক ইউনিয়ন বিএনপির সদস্য আবু বকর সিদ্দিক কিরণ, মনোহরদী আওয়ামী লীগ নেতা কাজল মৃধা এবং যুবদল নেতা জহিরুল ইসলাম মিলে অন্তত ৩০–৩৫ জন প্রভাবশালীকে...
১ ঘণ্টা আগে