সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ও ভারতের মেঘালয়ে অতিবৃষ্টির কারণে উজান থেকে ঢল নামছে। এতে সীমান্তবর্তী জাদুকাটা ও ধোপাজান নদী দিয়ে বিভিন্ন হাওরে ঢলের পানি প্রবেশ করছে। এ কারণে বালু-পাথর তোলার শ্রমিকেরা বিপাকে পড়েছেন। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, পানি বাড়া অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিতে পারে।
পাউবো থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে আজ বুধবার রাত ৯টা পর্যন্ত সুনামগঞ্জে ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের চেরাপুঞ্জিতে রেকর্ড হয়েছে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি ৯১ সেন্টিমিটার বেড়েছে।
এদিকে আজ সন্ধ্যা পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি বাড়া অব্যাহত ছিল। আগামী ৭২ ঘণ্টা ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির তৈরি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে পাউবো।
সুনামগঞ্জে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, ‘সীমান্তবর্তী জাদুকাটা ও ধোপাজান নদী বেয়ে ঢলের পানি বিভিন্ন হাওরে প্রবেশ করছে। ভারতের চেরাপুঞ্জিতে যদি ৭২ ঘণ্টা অব্যাহত বৃষ্টিপাত হয়। তাহলে আমাদের এই অঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিতে পারে।’
আজ সকালে জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী দিয়ে প্রবল বেগে ঢল আসায় নদী তীরবর্তী শাহিদাবাদ গ্রামের কিছু অংশ ভাঙনের কবলে পড়ে। এভাবে ঢল অব্যাহত থাকলে আরও ভাঙনের সৃষ্টি হওয়ার শঙ্কায় রয়েছেন এলাকাবাসী।
তাহিরপুরের শাহিদাবাদ গ্রামের এরাশদ মিয়া বলেন, ‘হঠাৎ ঢলের পানি এসে আমাদের গ্রামের কিছু অংশ ভাঙনের কবলে পড়েছে। জাদুকাটা নদীতে ঢলের পানি আসায় নদীতে বালু-পাথর তোলার সঙ্গে জড়িত প্রায় ৩০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। নদীতে ঢল থাকায় ঝুঁকি নিয়ে কেউই কাজে যাচ্ছেন না।’
তাহিরপুরের লাউড়ের গড় গ্রামের বালুশ্রমিক মাসুক মিয়া বলেন, ‘হঠাৎ কইরা ঢল আইছে। আমরা কাজে যেতে পারছি না। নদীতে স্রোত বেশি। এই অবস্থায় আমরা কাজ কর্মহীন আছি।’
ঢলের পানি হাওরে ঢুকছে বলে জানান পাউবোর আরেক নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। তিনি বলেন, ‘এখন যেহেতু হাওর ফাঁকা আছে সেহেতু ঢলের পানি হাওরের দিকে যাবে। তবে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।’
সুনামগঞ্জে ও ভারতের মেঘালয়ে অতিবৃষ্টির কারণে উজান থেকে ঢল নামছে। এতে সীমান্তবর্তী জাদুকাটা ও ধোপাজান নদী দিয়ে বিভিন্ন হাওরে ঢলের পানি প্রবেশ করছে। এ কারণে বালু-পাথর তোলার শ্রমিকেরা বিপাকে পড়েছেন। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, পানি বাড়া অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিতে পারে।
পাউবো থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে আজ বুধবার রাত ৯টা পর্যন্ত সুনামগঞ্জে ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের চেরাপুঞ্জিতে রেকর্ড হয়েছে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি ৯১ সেন্টিমিটার বেড়েছে।
এদিকে আজ সন্ধ্যা পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি বাড়া অব্যাহত ছিল। আগামী ৭২ ঘণ্টা ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির তৈরি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে পাউবো।
সুনামগঞ্জে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, ‘সীমান্তবর্তী জাদুকাটা ও ধোপাজান নদী বেয়ে ঢলের পানি বিভিন্ন হাওরে প্রবেশ করছে। ভারতের চেরাপুঞ্জিতে যদি ৭২ ঘণ্টা অব্যাহত বৃষ্টিপাত হয়। তাহলে আমাদের এই অঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিতে পারে।’
আজ সকালে জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী দিয়ে প্রবল বেগে ঢল আসায় নদী তীরবর্তী শাহিদাবাদ গ্রামের কিছু অংশ ভাঙনের কবলে পড়ে। এভাবে ঢল অব্যাহত থাকলে আরও ভাঙনের সৃষ্টি হওয়ার শঙ্কায় রয়েছেন এলাকাবাসী।
তাহিরপুরের শাহিদাবাদ গ্রামের এরাশদ মিয়া বলেন, ‘হঠাৎ ঢলের পানি এসে আমাদের গ্রামের কিছু অংশ ভাঙনের কবলে পড়েছে। জাদুকাটা নদীতে ঢলের পানি আসায় নদীতে বালু-পাথর তোলার সঙ্গে জড়িত প্রায় ৩০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। নদীতে ঢল থাকায় ঝুঁকি নিয়ে কেউই কাজে যাচ্ছেন না।’
তাহিরপুরের লাউড়ের গড় গ্রামের বালুশ্রমিক মাসুক মিয়া বলেন, ‘হঠাৎ কইরা ঢল আইছে। আমরা কাজে যেতে পারছি না। নদীতে স্রোত বেশি। এই অবস্থায় আমরা কাজ কর্মহীন আছি।’
ঢলের পানি হাওরে ঢুকছে বলে জানান পাউবোর আরেক নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। তিনি বলেন, ‘এখন যেহেতু হাওর ফাঁকা আছে সেহেতু ঢলের পানি হাওরের দিকে যাবে। তবে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৪ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৪ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৫ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৫ ঘণ্টা আগে