Ajker Patrika

সুনামগঞ্জে দুই ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন

সুনামগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

সুনামগঞ্জে দলবদ্ধ ধর্ষণের পর খুন ও ধর্ষণের পৃথক দুই মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন। 

দলবদ্ধ ধর্ষণ মামলায় দণ্ডিতরা আসামিরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার অক্ষয়নগর গ্রামের নুরুল হক, সুরুজ্জামান ও ইব্রাহিমপুর গ্রামের আব্দুল মালেক। অপর ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি হলেন জগন্নাথপুর উপজেলার নবীনগর এলাকার বাসিন্দা আব্দুল রশিদ ওরফে শহীদ। 

দলবদ্ধ ধর্ষণের পর হত্যা মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৫ এপ্রিল সদর উপজেলার একটি গ্রামের এক নারীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন নুরুল হক, সুরুজ্জামান ও আব্দুল মালেক। এর পর ওই নারীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় খুন হওয়া নারীর ভাই বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা করেন। ওই মামলার আসামি নুরুল হক ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে পুলিশ দীর্ঘ তদন্তের পর আদালতে অভিযোগপত্র দাখিল করে। ওই মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। 

অপর ধর্ষণ মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৪মে জেলার জগন্নাথপুর উপজেলার এক কিশোরীকে ঘরে ঢুকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন আব্দুল রশিদ ওরফে শহীদ। এর পর ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে এবং পুত্র সন্তানের জন্ম দেয়। এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে জগন্নাথপুর থানায় শহীদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। 

দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগ পত্র দাখিল করে। এই মামলায় ৭ জনের সাক্ষ্য নেন আদালত। 

এ ছাড়া বিষয়টি ডিএনএ টেস্টে প্রমাণিত হয়। এই মামলায় অভিযুক্ত আব্দুল রশিদ ওরফে শহীদকে যাবজ্জীবন শ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং নগদ ১ লাখ টাকা জরিমানা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত