Ajker Patrika

ঢলের পানি যাচ্ছে হাওরে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

সুনামগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন হাওর ভরে উঠছে। এ ছাড়া ভারতের চেরাপুঞ্জিতে অব্যাহত বৃষ্টির কারণে সীমান্ত নদীগুলো দিয়ে ধেয়ে আসছে পানি। এতে সুরমাসহ জাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে বাড়ছে পানি। এ কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এদিকে আজ সোমবার বেলা ৩টা পর্যন্ত সুরমা নদীর ছাতক পয়েন্টে দিয়ে পানি বেড়ে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। 

সুনামগঞ্জের পাউবো থেকে জানা গেছে, গতকাল রোববার সকাল ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ভারতের চেরাপুঞ্জিতে ২২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

আগামী ২৪ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে সুনামগঞ্জের নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। এতে জেলার কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানান পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। তবে এই পানি বেশি দিন স্থায়ী হবে না বলে জানান তিনি। 

টানা বৃষ্টি হওয়ায় সুনামগঞ্জবাসীর মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। নিম্নআয়ের মানুষ অসল সময় পার করছেন। বিশেষভাবে ভারী বৃষ্টিপাতের জন্য খেটে খাওয়া মানুষ কাজ পাচ্ছেন না। শহরের তেঘরিয়া এলাকার দোকানি মিজানুর রহমান বলেন, ‘চার দিন থেকে আমাদের এদিকে এত পরিমাণ বৃষ্টির জন্যে দোকানে ক্রেতা নেই, খুব কম বেচাকেনা হচ্ছে।’ 

সিলেট পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, ‘পাহাড়ি ঢলে ও সুনামগঞ্জের নদীগুলোর পানি বাড়া অব্যাহত আছে, পানি বেড়ে ছাতক পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জেলার বড় হাওরগুলো এখন খালি থাকায় প্লাবিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।’ হাওরগুলো ভরে গেলে আর এই বৃষ্টি অব্যাহত থাকলে প্লাবনের আশঙ্কা রয়েছে বলে জানান প্রবীর কুমার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত