Ajker Patrika

হবিগঞ্জে মহাসড়কে গাছ ফেলে ডাকাতি

হবিগঞ্জ প্রতিনিধি   
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ২০০ গজ দূরে এ ঘটনা ঘটে। ডাকাত দল দুটি প্রাইভেট কার থামিয়ে যাত্রীদের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নেয়। এ সময় যাত্রীদের মারধরও করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা পালিয়ে যায়।

কামাইছড়া এলাকার বাসিন্দা মাসুক মিয়া জানান, কামাইছড়া থেকে মুছাই পর্যন্ত এলাকাটি পাহাড়ি হওয়ায় এটি ডাকাতদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এক মাসের ব্যবধানে তিনবার এই সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। ১৫-২০ জনের সংঘবদ্ধ ডাকাত দল রাতের অন্ধকারে পাহাড়ের গাছ কেটে সড়কে ফেলে পথ অবরুদ্ধ করে ডাকাতি করে এবং নির্বিঘ্নে পালিয়ে যায়। তিনি সড়কে পুলিশের টহল আরও জোরদার করার দাবি জানান।

বড়গাঁও গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, বাহুবল ও চুনারুঘাট থানার পুলিশ সমন্বিত অভিযান চালালে অনেক ডাকাতকে আটক করা সম্ভব হবে।

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, মাত্র তিন মিনিটের মধ্যে ডাকাতির ঘটনা ঘটে। তাদের টিম রশিদপুর এলাকায় অবস্থান করছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছালেও ডাকাত দল এরই মধ্যে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, চুনারুঘাটের রানীগাঁও ও আশপাশের কিছু দুর্বৃত্ত এই ডাকাতির সঙ্গে জড়িত।

হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জানান, ডাকাতির খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ডাকাতেরা দুটি মোবাইল ও একটি মানিব্যাগ নিয়ে গেছে।

সাজেদুর রহমান আরও বলেন, ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এই সড়কে পুলিশের টহল আরও জোরদার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

ড. ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ

ঈদের দিন ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার নববধূ, সাবেক প্রেমিক কারাগারে

কুড়িগ্রামের এসপিকে প্রত্যাহারের দাবি বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত